TRENDING:

নবাবি আমলে শুরু, ৩৫০ বছরেরও বেশি পুরনো! জৌলুস কমলেও ঐতিহ্য অটুট নস্করবাড়ির ছয় বুড়োর পুজোর

Last Updated:

Mandirbazar Choy Buror Puja: রায়দিঘীর ছত্রভোগের বাসিন্দা রামচন্দ্র নস্কর ছিলেন নবাবের দেওয়ান। তাঁর পৌত্র রামজীবন নস্কর ও তাঁর ৫ ভাই মন্দিরবাজারের নস্করবাড়ির ছয় বুড়োর পুজো শুরু করেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মন্দিরবাজার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। এই পুজোর সময় মন্দিরবাজারের স্থানীয় বাসিন্দারা মাতেন ছয় বুড়োর পুজোয়।মন্দিরবাজারের নস্করবাড়ি পরিচালিত এই ছয় বুড়োর পুজো এলাকায় খুবই জনপ্রিয়। ইতিমধ্যেই মন্দিরবাজারের নস্করবাড়িতে সমস্ত রীতিনীতি মেনে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। এলাকার প্রাচীন পুজোগুলির মধ‍্যে অন‍্যতম এটি।
advertisement

প্রায় ৩৫০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই পুজো। আগে এখানে দেবীর কাছে নৈবেদ‍্য হিসাবে দেওয়া হত ২১ মণ চাল। তবে এখন তা কমতে কমতে ৬ মণে এসে দাঁড়িয়েছে। এই পুজো মন্দিরবাজারের সবচেয়ে প্রাচীন পুজো বলে জানিয়েছেন নস্করবাড়ির প্রবীণ ব্যক্তি পঞ্চানন নস্কর। বর্তমানে পুজোর জৌলুস কিছুটা কমেছে। তবে ঐতিহ্য এখনও একই রয়েছে।

advertisement

আরও পড়ুনঃ অভাবের তাড়নায় বাস্তবের ‘অসুরে’র মোকাবিলা! সন্তানদের জন্য সারাবছর চলে ‘জ্যান্ত দুর্গা’দের লড়াই

জানা যায়, বাংলার নবাব হুসেন শাহের সময় রায়দিঘীর ছত্রভোগের বাসিন্দা রামচন্দ্র নস্কর ছিলেন নবাবের দেওয়ান। একসময় এই রামচন্দ্রের পৌত্র রামজীবন নস্কর ও তাঁর ৫ ভাই মন্দিরবাজারের জগদীশপুরে চলে আসেন। তাঁরা ৬ জন মিলে শুরু করেছিলেন এই পুজো। সেই থেকে এই পুজো ছয় বুড়োর পুজো হিসেবে পরিচিত।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবাবি আমলে মহাধুমধাম করে এই পুজো হত। বর্তমানে জৌলুস কিছুটা কমেছে। তবে ইতিহাস ও ঐতিহ্যে এতটুকুও ভাটা পড়েনি। আজও পুজোর দিনগুলিতে গমগম করে নস্করবাড়ির প্রাঙ্গন। পুরনো সব দিনের কথা স্মরণ করে চন্ডীমণ্ডপে বসে আজও নস্ট্যালজিক হয়ে পড়েন নস্কর পরিবারের সদস্যরা। প্রতি বছরের মত এই বছর আবারও এই ঐতিহাসিক পুজো দেখতে ভিড় হবে বলেই মনে করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নবাবি আমলে শুরু, ৩৫০ বছরেরও বেশি পুরনো! জৌলুস কমলেও ঐতিহ্য অটুট নস্করবাড়ির ছয় বুড়োর পুজোর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল