আরও পড়ুন: পুকুরে পানা তোলার কাজে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু মহিলার, শোকের ছায়া পরিবারে
বছর দু’য়েক আগে এই এলাকায় বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে বসানো হয়েছিল ট্যাপকল। কিন্তু সেই ট্যাপকল থেকেও পড়ছে না এক ফোঁটাও জল। অন্যদিকে বৈশাখের প্রখর রোদে এলাকার পুকুর ও খাল বিলের জল একেবারেই শুকিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে পানীয় জলের পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের জলের আকাল দেখা দিয়েছে এলাকায়।
advertisement
পানীয় জল আনতে এখন যেতে হচ্ছে প্রায় তিন কিলোমিটার দূরে। নিজেদের এলাকা ছেড়ে অন্য এলাকায় জল আনতে গেলে প্রতিনিয়ত পড়তে হয় বাধার মুখে পড়তে হয় তাদের।
আরও পড়ুন: চার কেজি আমের চর্চা তুঙ্গে! নার্সারিতে ভিড় করেছেন অনেকেই
এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র বলেন এলাকায় বেশ কিছু অসাধু ব্যক্তি নলবাহিত পানীয় জলের পাইপলাইন থেকে মোটর বসিয়ে বাড়ির ছাদে জল তুলছে। যার কারণে ওই এলাকায় বাড়ি বাড়ি বসানো ট্যাপকল থেকে জল পড়ছে না। তবে বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত সমাধান করা হবে।