TRENDING:

Sundarban Tourism: ইউনেস্কোর স্বীকৃতির পর সুন্দরবনের পর্যটন শিল্প ঘিরে বিপুল কর্মসংস্থানের আশা

Last Updated:

Sundarban Tourism: ইতিমধ্যেই ইউনেস্কো সুন্দরবনকে হেরিটেজ ঘোষণা করেছে। সুন্দরবনে ১০২ টি দ্বীপ রয়েছে। যারমধ্যে ৪৮ টি দ্বীপ আবার অরণ্য ঢাকা। এছাড়া ৬৬ টি প্রজাতির গাছ রয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: ইউনেস্কো স্বীকৃত সুন্দরবনের পর্যটন শিল্পকে অন‍্য মাত্রায় নিয়ে যাওয়ার দাবি উঠল বসিরহাট জুড়ে। সুন্দরবনকে আরও বেশি শিল্পায়ন মুখী করার দাবি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ২১টি ব্লক এই তালিকায় আছে। যার মধ্যে বসিরহাট মহকুমার‌ই ১০টি ব্লক রয়েছে।
advertisement

হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালি-১ ও ২ ব্লক, মিনাখাঁ ও হাড়োয়ার মত ব্লক আছে। বসিরহাট মহকুমা জুড়ে প্রায় ৩৫ লক্ষ মানুষের বাস‌। যা রাজ্যের অন্যতম বড় মহাকুমা বলে পরিচিত। তাই এবার পর্যটন শিল্পের হাত ধরে এখানে যাতে দেশ-বিদেশের পর্যটকরা ভিড় জমায় সেই চেষ্টা শুরু হয়েছে। তার জন্য পর্যটন শিল্পের উপরে নজর দেওয়ার দাবি তুললেন বসিরহাটের মানুষ। ইতিমধ্যেই ইউনেস্কো সুন্দরবনকে হেরিটেজ ঘোষণা করেছে। সুন্দরবনে ১০২ টি দ্বীপ রয়েছে। যারমধ্যে ৪৮ টি দ্বীপ আবার অরণ্য ঢাকা। এছাড়া ৬৬ টি প্রজাতির গাছ রয়েছে। কাঁকড়া, হেতাল, ক‍্যাওড়া, সুন্দরী, গরান, গাওয়া সহ একাধিক ম্যানগ্রোভ রয়েছে। কমবেশি প্রায় ১৫৮৬ টি প্রজাতির প্রাণীর বাসভূমি এই সুন্দরবন। যার মধ্যে ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার গোটা বিশ্বের কাছে পরিচিত।

advertisement

আরও পড়ুন: প্লাস্টিকের সঙ্গে প্রতিযোগিতায় না পেরে মুছে যাওয়ার পথে আরও এক পুরনো শিল্প

সুন্দরবনের বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছ রয়েছে। বসিরহাটের মানুষের আরও দাবি, সুন্দরবনের নিজস্ব সম্পদকে আরও কিছুটা ঘষামাজা করে তা যাতে সর্বস্তরের পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলে সরকার। এর ফলে এলাকার বহু মানুষের রুটি-রুজির সমস্যা দূর হবে, কর্মসংস্থান হবে অনেকের, এমনটাই আশা করছেন সবাই। বসিরহাটের সমাজকর্মী ছন্দক বাইন বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে সুন্দরবনের গরিমা সারা বিশ্বের কাছে প্রসিদ্ধ। সেটাকে আরও বেশি করে শিল্পায়নমুখী করতে যদি রাজ্য সরকার যদি আরও বেশি উদ্যোগী হয়, তাহলে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarban Tourism: ইউনেস্কোর স্বীকৃতির পর সুন্দরবনের পর্যটন শিল্প ঘিরে বিপুল কর্মসংস্থানের আশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল