Paper Mask: প্লাস্টিকের সঙ্গে প্রতিযোগিতায় না পেরে মুছে যাওয়ার পথে আরও এক পুরনো শিল্প

Last Updated:

Paper Mask: প্লাস্টিকের মুখোশের দাম কম। কিন্তু কাগজের মুখোশের দাম কিছুটা বেশি হ‌ওয়ায় আর চাহিদা নেই। সেভাবে বিক্রিও হয় না

+
কাগজের

কাগজের মুখোশের ছাঁচ 

পূর্ব বর্ধমান: আধুনিকতার যুগে আবারও বিলুপ্তির পথে এক পুরানো শিল্প। বিভিন্ন পুজো, মেলা, অনুষ্ঠানে আগে কাগজের মুখোশের দেখা পাওয়া যেত। বিভিন্ন ধরনের কাগজের তৈরি মুখোশের পসরা সাজিয়ে বসতেন বিক্রেতারা। বছর খানেক আগেও কাগজের মুখোশের যথেষ্ট চাহিদা ছিল। যে কোনও জায়গায় মেলা, পুজো হলেই কাগজের মুখোশ বিক্রির দৃশ্য দেখা যেত। মুখোশের মধ্যে থাকত হাতে আঁকা বিভিন্ন নকশা। নানা চরিত্রের কাগজের তৈরি মুখোশের একসময় ভাল চাহিদা ছিল। শিল্পীরাও দীর্ঘদিন ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত থেকে কিছুটা হলেও অর্থ উপার্জন করতেন। তবে প্লাস্টিকের দৌলতে আর সেভাবে দেখা মেলে না কাগজের তৈরি মুখোশের।
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের হরিসভা পাড়াতে এই কাগজের মুখোশ শিল্পী রয়েছেন। মুখোশ তৈরির ছাঁচ, রং, তুলি সবই রয়েছে। তবে এখন আর মুখোশ তৈরি হয় না। এই প্রসঙ্গে শিল্পী দীপঙ্কর দাস বলেন, প্লাস্টিকের মুখোশের দাম কম। কিন্তু কাগজের মুখোশের দাম কিছুটা বেশি হ‌ওয়ায় আর চাহিদা নেই। সেভাবে বিক্রিও হয় না। কাঁচামালের দাম বেশি হওয়ায় প্লাস্টিকের মুখোশের সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দেওয়া যায় না বলে জানিয়েছেন তিনি। প্লাস্টিকের জন্য কাগজের মুখোশের বাজার পুরো শেষ হয়ে গিয়েছে।
advertisement
advertisement
ময়দা, কাগজ, রং ছাড়াও আরও বেশ কিছু জিনিসের সহযোগে তৈরি করতেন বিভিন্ন ধরনের কাগজের মুখোশ। এককথায় মুখোশ তৈরির জন্য প্রায় সবসময় ব্যস্ততা থাকত তুঙ্গে। কিন্তু এখন পুরানো শিল্প প্রায় শেষ হয়ে গিয়েছে। বন্ধ হয়েছে কাগজের মুখোশ তৈরির কাজ। আর‌ও এক পুরনো শিল্প প্রতিযোগিতায় পাল্লা দিতে না পেরে প্লাস্টিকের দাপটে প্রায় মুছে যাওয়ার পথে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paper Mask: প্লাস্টিকের সঙ্গে প্রতিযোগিতায় না পেরে মুছে যাওয়ার পথে আরও এক পুরনো শিল্প
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement