সেখানকার কয়েকশো পরিবার জলবন্দি হয়ে পড়েছে। প্রায় ১৫ দিন। বিস্তীর্ণ এলাকা জুড়ে কোথাও পা পাতানি কোথাও বা হাঁটু সমান জল। জল জমার কারণে সমস্যায় কেন্দ্রীয় বিদ্যালয়ের কয়েকশো ছাত্র-ছাত্রী। নিচু এলাকা বর্ষায় একটানা দেড় দু’মাস জলমগ্ন হয়ে থাকে বেশ কিছু এলাকা। এই গরমের সময় নিকাশি বন্ধ হয়ে অস্বস্তি বেড়েছে মানুষের।
আরও পড়ুন: ডিজে অতীত! ফিরছে ঢাক-ঢোল, তাসা! আসল কারণ জানলে প্রশাসনকে কুর্নিশ জানাবেন
advertisement
মানুষের বাড়িতে নর্দমার জল দুর্গন্ধে টেকা দায় পড়েছে ঘরে। মশা উপদ্রব বেড়েছে, স্থানীয় একাংশের মানুষের কথায় জলের পরিমাণ আরও বেড়েছে। সাত নম্বর ওয়ার্ডের বি রোড সি রোড জলমগ্ন। কয়েকশো পরিবার জলবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে জমা জলের কারণে। বিক্ষিপ্তভাবে পানীয় জলের সমস্যা। নর্দমার জল পেরিয়ে যাতায়াত, ঘা হাজা চুলকানির মত নানা সমস্যা দেখা দিয়েছে মানুষের শরীরে। এলাকায় নোংরা জমা জল বেড়েছে মশা মাছির উপদ্রব।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী জানান, “এটি বড় একটি বিপর্যয়। সত্যি মানুষ কষ্টে রয়েছে। যথাসাধ্য আমরা চেষ্টা করছি মানুষকে এই বিপদ থেকে মুক্ত করার।”
রাকেশ মাইতি





