Howrah News: ডিজে অতীত! ফিরছে ঢাক-ঢোল, তাসা! আসল কারণ জানলে প্রশাসনকে কুর্নিশ জানাবেন
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
বর্তমান যুগে ডিজে বক্স নয়, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে বজায় রেখে চাহিদা বাড়ছে ঢাক-ঢোল তাসার মত বাদ্যযন্ত্র
হাওড়া: পুরানো ছন্দে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে বজায় রেখে বাড়ছে ঢাক ঢোল, তাসার চাহিদা! একসময় দেশীয় বাদ্যযন্ত্রে মুখর থাকত বাংলার যেকোন অনুষ্ঠান। তবে ডিজে বক্সের মত আধুনিক বাদ্যযন্ত্রের দাপট বাড়তে, কোণঠাসা হয়ে পড়ে এই সমস্ত বাংলার বাদ্যযন্ত্র। তবে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে বজায় রেখে বর্তমান সময়ে আবার চাহিদা বাড়ছে ঢাক ঢোল, তাসার মত বাদ্যযন্ত্রের। তেমনই হাওড়ার এক পুজোয় লক্ষ্য করা গেল ঝাড়গ্রাম থেকে আগত শিল্পীরা ঢাক-ঢোল, তাসার মত বাদ্যযন্ত্র বাজাতে এসেছেন। বাংলার এই বাদ্যযন্ত্রের শব্দে মাতোয়ারা উৎসব প্রাঙ্গণ।
আধুনিক সঙ্গীতচর্চা ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে ব্যবহার দেশীয় বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে কালের বিবর্তনে ডিজিটাল সংস্কৃতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে হারিয়ে গেছে অতীতের অনেক বাদ্যযন্ত্র। সঙ্গীতেও লেগেছে পাশ্চাত্যের ছোঁয়া। তবে বর্তমান সময়ে প্রাচীন বাদ্যযন্ত্রগুলোর গুরুত্ব আজকের দিনে অপরিসীম। এখনও বাঙালিদের যেকোন পুজো পার্বণে ডিজে বক্সের জায়গায় স্থান পায় ঢাক-ঢোল, তাসার মত বাদ্যযন্ত্র।
advertisement
advertisement
হাওড়ার তেমনই এক পুজোয় দেখা মিলল ঝাড়গ্রাম থেকে আগত ঢাক-ঢোল শিল্পীদের। এই পুজোর এক উদ্যোক্তা জানান, হাওড়া জেলা প্রশাসন ডিজে বক্স সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে। আর তাঁদের পুজো মানেই ঢাক-ঢোল ছাড়া আর কোন বিকল্প নেই বলেও জানান তিনি। ডিজে বন্ধ প্রশাসনিক স্তরে কড়া ব্যবস্থা নেওয়াকে সাধুবাদ জানাচ্ছেন এই পুজো কমিটি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আধুনিক বাদ্যযন্ত্রের কারণে উৎসব-অনুষ্ঠানে এখন ঢোলের কদর অনেকটা কমে গেছে। তবে পূজা-পার্বনে এখনও ঢাক-ঢোলের কদর রয়েছে, পূজার আরতিতে ঢাক-ঢোলের কোন বিকল্প নেই। এমনটাই জানালেন ঝাড়গ্রাম থেকে আগত ঢাক শিল্পীরা। পূজা ছাড়াও বিভিন্ন লোকসঙ্গীতের অন্যতম বাদ্যযন্ত্র হচ্ছে ঢাক-ঢোল। পূজা এলে এখনও ঢাক-ঢোল, মৃদঙ্গের চাহিদা বেড়ে যায়।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 31, 2025 5:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ডিজে অতীত! ফিরছে ঢাক-ঢোল, তাসা! আসল কারণ জানলে প্রশাসনকে কুর্নিশ জানাবেন
