Howrah News: ২২০ ফুটের শিবমূর্তি! এবার দেখা মিলবে কলকাতার ঢিল ছোঁড়া দূরত্বের এই জায়গায়

Last Updated:

বিশালাকৃতির শিবমূর্তি প্রতিষ্ঠা হতে চলেছে কলকাতার পাশেই

+
শিব

শিব মূর্তি

হাওড়া: বৃহৎ শিব মূর্তি প্রতিষ্ঠিত হতে চলেছে হাওড়ায়। মন্দির দ্বার উৎঘাটন ও বিশাল আকৃতির শিব মূর্তির ভিত্তি স্থাপন কেন্দ্র করে লাখো মানুষের সমাগম হাওড়ার মুন্সিরহাটে। হাওড়া জেলার প্রাচীন জনপদ মুন্সিরহাট। এবার এই মুন্সিরহাট পেতে চলেছে অন্য পরিচিতি। ২২০ ফুট উচ্চতার শিব মূর্তির ভিত্তি স্থাপন। উক্ত স্থাপনকে কেন্দ্র করেই মানুষ ভীষণ উৎসাহিত। শ্রী শ্রী বিশালক্ষ্মী মাতা ঠাকুরানি মহাশ্মশান সাধনা পীঠ হিসাবে গড়ে তোলা হচ্ছে। এই মহাশ্মশান তারাপীঠের ন্যায় পবিত্র ভূমি বলেই মনে করেন অনেকে। স্থানীয় মানুষের কথায় জানা যায়, এখানে রয়েছে পঞ্চবটি আসন এবং পঞ্চমুন্ডি আসান। যেখানে যাগযজ্ঞ সাধনার মাধ্যমে কালীক্ষেত্র তারাপীঠের নয় সিদ্ধি লাভ হতে পারে।
নবনির্মিত মন্দিরের দ্বার উৎঘাটন উৎসব, মাতৃ মূর্তির প্রাণ প্রতিষ্ঠা। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু সন্ন্যাসীদের উপস্থিতিতে হোম যজ্ঞের আয়োজন। মন্দির সংলগ্ন স্থানে বিশাল আকৃতির শৈব মূর্তি প্রতিষ্ঠা হবে। যার উচ্চতা প্রায় ২২০ ফুট। সুসজ্জিত নবরত্ন মন্দির প্রাঙ্গণ জেলার মানুষের কাছে মন ভাল করার স্থান। এখানে অন্যতম আকর্ষণ হতে চলেছে বিশাল উচ্চতা শিবমূর্তি। যা সারা বাংলার মানুষকে আকৃষ্ট করবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।
advertisement
advertisement
কয়েকদিন ব্যাপী অনুষ্ঠান লক্ষ লক্ষ মানুষের সমাগম। বিভিন্ন রাজ্য থেকে সাধু সন্ন্যাসীদের উপস্থিতি অসংখ্য ভক্ত সমাগম সব মিলিয়ে হাওড়ার মুন্সিরহাট উৎসব মুখরিত হয়েছে। আগত ভক্তদের দিক গুরুত্ব রেখে সমস্ত রকম ব্যবস্থার পাশাপাশি নিরাপত্তার দিক গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রামের আট থেকে আশি বয়সের মানুষের মধ্যে উৎসবের মেজাজ। শুক্রবার অমাবস্যায় মায়ের প্রাণ প্রতিষ্ঠার পাশাপাশি শিব মূর্তির ভিত্তি স্থাপনের হোমযজ্ঞ শুরু হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে সভাপতি তপন চ্যাটার্জি জানান, “দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শ্রী শ্রী বিশালক্ষ্মী ঠাকুরনী মাতার মন্দির সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হতে চলেছে। এতে ভীষণভাবে উৎসাহিত মানুষ। একই সঙ্গে বিশাল আকৃতির শিব মূর্তি ভিত্তি স্থাপনকে কেন্দ্র করে গ্রাম জুড়ে উৎসব।”
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ২২০ ফুটের শিবমূর্তি! এবার দেখা মিলবে কলকাতার ঢিল ছোঁড়া দূরত্বের এই জায়গায়
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement