TRENDING:

Local News: ছোট থেকে সানাই বাজিয়ে আসছেন ভজহরি, বাংলা ছাড়িয়ে পৌঁছে যাচ্ছেন ভিন রাজ্যে

Last Updated:

ভজহরি দাস নামে ওই শিল্পী ছোট থেকেই সানাই বাজিয়ে আসছেন। জেলার মন্তেশ্বর ব্লকের বেলেন্ডা গ্রামের বাসিন্দা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: বিয়ের বাড়ি মানেই কোথাও যেন সেই চেনা সানাইয়ের সুর। কথাতেই আছে, বিয়ের সানাই। তবে, কেবল বিয়েবাড়ি নয়, যেকোনও আনন্দ অনুষ্ঠানেই এক সময় বহুল প্রচলিত ছিল সানাই। এককালে উচ্চবিত্ত অভিজাত পরিবারে বিয়ের দিন সানাই বাদকদের নিয়ে বসত নহবত। তবে আধুনিক বিনোদনের উপকরণ চলে আসার পর আরও অনেক কিছুর মতই সানাই ঘিরে সেই উন্মাদনা ফিকে হতে শুরু করেছে। তবে এখনও বেশ কিছু পরিবার আছে যারা নিজেদের মঙ্গল অনুষ্ঠানে নহবত বসান। আর আছেন সেই শিল্পীরা যারা আজও সানাইয়ে ফুঁ দিয়ে তৈরি করেন সুরের মূর্ছনা।
advertisement

আরও পড়ুন: মেশিন জমি থেকে পটাপট তুলে ফেলছে আলু! শ্রম ও খরচ দুই বাঁচছে চাষির

পূর্ব বর্ধমান জেলায় খোঁজ মিলল তেমন‌ই এক সানাই শিল্পীর। ভজহরি দাস নামে ওই শিল্পী ছোট থেকেই সানাই বাজিয়ে আসছেন। জেলার মন্তেশ্বর ব্লকের বেলেন্ডা গ্রামের বাসিন্দা ভজহরিবাবু। তাঁর বাবা-ঠাকুর’দাও সানাই বাজাতেন। বাবার হাতেই সানাইয়ের হাতেখড়ি ভজহরি দাসের।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বর্তমানে ভজহরিবাবুর নিজের দল আছে। তাঁর দলে রয়েছেন দুই ছেলে এবং ক্ষুদিরাম ঢুলি। এই দল নিয়েই বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেন। বর্তমানে ভিন রাজ্য থেকেও সানাই বাজানোর ডাক পান। তিনি জানিয়েছেন, ধীরে ধীরে হলেও সানাই বাজানোর জন্য আবার নিয়মিত ডাক আসতে শুরু করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local News: ছোট থেকে সানাই বাজিয়ে আসছেন ভজহরি, বাংলা ছাড়িয়ে পৌঁছে যাচ্ছেন ভিন রাজ্যে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল