ভেসে গিয়েছে অস্থায়ী সেতু। ফলে দুই জেলার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই অস্থায়ী সেতুর উপর ভরসা করে বীরভূম থেকে প্রত্যেকদিন কয়েক হাজার মানুষ কাজের তাগিদে আসতেন দুর্গাপুরে। সেতু ভেসে যাওয়ায় তাঁরা কর্মক্ষেত্রের পথ হারিয়েছেন। বীরভূম থেকে দুর্গাপুরে আসা মানুষজন এখন কীভাবে তাঁদের কাজের জায়গায় পৌঁছবেন তা নিয়ে চিন্তা বাড়ছে। যদিও পাশেই অজয় নদীর উপর একটি স্থায়ী সেতু তৈরি হচ্ছে।
advertisement
আরও পড়ুন: জলে ডুবে মন্দির, দুই ভক্তের কাঁধে চেপে পুজো করতে আসছেন পুরোহিত!
কিন্তু সেই নির্মীয়মান স্থায়ী সেতুর কাজ সম্পূর্ণ হাতে এখনও কিছুটা বাকি রয়েছে। ফলে বর্তমানে কীভাবে তাঁরা যাতায়াত করবেন তা নিয়েই চিন্তা বেড়েছে সকলের। অন্যদিকে, স্থানীয় প্রশাসনের তরফ থেকে নৌকার মাধ্যমে চলাচলের বিকল্প ব্যবস্থা করার প্রয়াস চলছে। অস্থায়ী সেতু ভেসে যাওয়ায় দুই জেলার মধ্যে আপাতত যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন বীরভূম থেকে দুর্গাপুরে আসতে হলে হয় পাণ্ডবেশ্বর, নয়ত পানাগড় হয়ে ঘুরে আসতে হবে।
যার ফলে কয়েক কিলোমিটার বেশি রাস্তা সকলকে ঘুরতে হবে। অন্যদিকে নদীর দুই পাড়ের নিরাপত্তার জোরদার করা হয়েছে। যাতে করে জীবনের ঝুঁকি নিয়ে কেউ নদী পারাপার করতে না যান, সেদিকে নজর রয়েছে প্রশাসনের। আবার স্থানীয়রা চাইছেন, দ্রুত বিকল্প ব্যবস্থা করা হোক।
নয়ন ঘোষ