Viral Video: জলে ডুবে মন্দির, দুই ভক্তের কাঁধে চেপে পুজো করতে আসছেন পুরোহিত!

Last Updated:

Viral Video: রটন্তি কালী মন্দির বর্তমানে জলমগ্ন। পায়ে হেঁটে মন্দির পর্যন্ত যাওয়া দুষ্কর ব্যাপার। ভারী বৃষ্টি ও নদীর জলস্তর বৃদ্ধির কারণেই জল জমে গিয়েছে রটন্তি কালী মন্দিরের চারপাশে

+
জলের

জলের মাঝে পুরোহিত 

পূর্ব বর্ধমান: দুদিনের টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সেই জল যন্ত্রণার মধ্যেই পূর্ব বর্ধমানে ধরা পড়ল এক ভিন্ন ছবি। মন্দির সহ গোটা এলাকার কার্যত জলের তলায় চলে যাওয়ায় দুই ব্যক্তির কাঁধে চেপে মন্দিরে যাচ্ছেন পুরোহিত! পুজো আচ্চায় যাতে খামতি না হয় তা নিশ্চিত করতেই এমন প্রচেষ্টা। এমনই দৃশ্য দেখা গেল গুষকরা শহরের রটন্তি কালী মন্দিরে।
দিন কয়েকের টানা বৃষ্টির জেরে জলমগ্ন পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা। বেশকিছু জায়গায় জল জমেছে ঘরবাড়ি থেকে রাস্তাঘাট সর্বত্রই। গুসকরা শহরের অবস্থাও তেমনই।‌ এখানকার রটন্তি কালী মন্দির বর্তমানে জলমগ্ন। পায়ে হেঁটে মন্দির পর্যন্ত যাওয়া দুষ্কর ব্যাপার। ভারী বৃষ্টি ও নদীর জলস্তর বৃদ্ধির কারণেই জল জমে গিয়েছে রটন্তি কালী মন্দিরের চারপাশে। কিন্তু তাতে কি? এই পরিস্থিতিতেও ছেদ পড়েনি মন্দিরের পুজোর কাজে।
advertisement
advertisement
এলাকার দুই ব্যক্তির কাঁধে চড়েই মন্দিরে পুজো করতে যাচ্ছেন পুরোহিত। শুনতে অবাক লাগলেও আদতে এটাই সত্যি। এই প্রসঙ্গে এই মন্দিরের পুরোহিত বলেন, পাশেই কুনুর নদী আছে। জলমগ্ন হয়ে রয়েছে মন্দির। তাই আমার এই দুই সঙ্গী আমাকে কাঁধে করে মন্দিরে নিয়ে আসছে এবং আমি পুজো করছি। মন্দিরে পুজো হয়েছে এবং হবে, যতই যাই হয়ে যাক পুজো বন্ধ হবে না।
advertisement
গুসকরা শহরে অবস্থিত এই মন্দিরের একদম পাশ দিয়েই বয়ে গিয়েছে কুনুর নদী। আর ভারী বৃষ্টির ফলে সেই নদীর জল উপচে পড়ে একেবারে জলমগ্ন হয়ে পড়েছে মন্দির ও সংলগ্ন এলাকা। রাস্তা থেকে মন্দিরটি বেশ কিছুটা নিচে অবস্থিত। তাই এমন অবস্থা।
প্রসঙ্গত, গুসকরা শহরের বাসিন্দাদের কাছে অন্যতম জাগ্রত এই কালী মন্দির। প্রতিবছর এই মন্দিরের বাৎসরিক পুজোকে ঘিরে প্রায় এক মাসব্যাপী বিরাট মেলা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে দূরদূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয়। কিন্তু বর্তমানে কুনুরের জলে জল থই থই অবস্থা এই মন্দিরের। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়, সেই দিকেই তাকিয়ে আছেন এলাকাবাসীরা।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Video: জলে ডুবে মন্দির, দুই ভক্তের কাঁধে চেপে পুজো করতে আসছেন পুরোহিত!
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement