কিন্তু এত টাকা খরচ করার পরে এবার আশাভঙ্গ হয়েছে চাষিদের। লাভ হবে কিনা সেই নিয়ে আশঙ্কায় রয়েছেন চাষিরা। এই প্রসঙ্গে লিচু চাষি হাসান শেখ জানিয়েছেন, “দুবাই, কাতার, আরব সহ বিভিন্ন দেশে এজেন্টের মারফত এই লিচু যেত। কিন্ত যুদ্ধ আবহের জন্য এক্সপোর্ট বন্ধ রয়েছে। আমাদের পরিস্থিতি খুব খারাপ, ফলনও ভালো হয়নি।”
advertisement
আরও পড়ুন: ঝমঝমিয়ে নামবে..! বজ্রবিদ্যুৎ-বৃষ্টি-শিলাবৃষ্টি কাঁপাবে দক্ষিণবঙ্গে ৭ জেলা, কী হবে কলকাতায়?
রাজ্যের মধ্যে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর একটা আলাদা সুনাম রয়েছে। এই পূর্বস্থলী এলাকাজুড়ে চাষ হয় বিভিন্ন ধরনের সবজি। এছাড়া ফুলের চারার জন্যও এই জায়গার এক আলাদা খ্যাতি রয়েছে। কিন্তু সবজি,ফুল ছাড়াও এখানে আম, লিচুর মত ফলও চাষ হয়। সেরকমই লিচু চাষ করে থাকেন অনেকেই। তবে এবার লিচু চাষ করে তাদের সমস্যায় পড়তে হয়েছে। একদিকে যুদ্ধ আবহের পরিস্থিতি এবং অন্যদিকে ফলনও হয়েছে তুলনামূলক কম। পাইকারদার সেভাবে দেখা মিলছে না লিচু কেনার জন্য।
আরও পড়ুন: হোটেলে ঢুকতেই পর্দাফাঁস, হচ্ছেটা কী? বর্ধমানে গ্রেফতার ইরানের বাসিন্দা
অন্যান্য বার এতদিনে লিচু পৌঁছে যেত বিদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু এবছর তার ব্যতিক্রম দেখা গেল। যেটুকু ফল এখন পাওয়া যাচ্ছে তা স্থানীয় বাজারে বিক্রি করে দিতে হচ্ছে চাষিদের। বাগান লিজ নিয়ে কার্যত লোকসানের মুখে পড়েছেন পূর্বস্থলীর ফলেয়া, সিমলা সহ বিস্তীর্ণ এলাকার লিচু বাগানের লিচু চাষিরা। কিভাবে যে এই সমস্যার সমাধান হবে সেই নিয়েই বর্তমানে চিন্তায় রয়েছেন একাকার অনেকেই।