স্থানীয় ও স্কুল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের পর হঠাৎই আকাশ কালো করে ব্রর্জ বিদ্যুৎ সহ মুষলধারায় বৃষ্টি শুরু হয়। সেই সময় হরিপালে জেজুর অঞ্চলের কলাছাড়া হাই মাদ্রাসা সংলগ্ন এলাকায় বাজ পড়ে বলে জানান শিক্ষক । ঘটনার পরেই কয়েকজন পড়ুয়া অসুস্থ বোধ করতে থাকে । এবং মুহুর্মুহ বাজ পড়ার ঘটনায় কয়েকজন পড়ুয়া আতঙ্কিত হয়ে পড়েন। স্কুলের শিক্ষকেরা তড়ি ঘড়ি প্রশাসন কে খবর দিয়ে পড়ুয়াদের হরিপাল গ্ৰামীন হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন।
advertisement
আরও পড়ুন:
প্রথামিক চিকিৎসার পর কয়েকজন ছেড়ে দেওয়া হলেয় তবে সমস্ত পড়ুয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। হাই মাদ্রাসার শিক্ষক আব্দুল আলিমুন সোয়ান জানান, ক্লাস চলাকালীন হঠাৎই আকাশ কালো করে বৃষ্টি শুরু হয় এবং স্কুলের পাশে একটা বাজ পড়ে। এরপরেই ক্লাস ফাইভ সহ অন্যান্য ক্লাসের কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে চৈতন্য হয়ে পড়ে। স্কুলে তাদের প্রাথমিক চিকিৎসা করার সময় অন্যান্য ক্লাসের বেশ কয়েকজন পড়ুয়া তখন অসুস্থ বোধ করতে থাকে। ঘটনায় আতঙ্কিত হয়ে অনেকেই অজ্ঞান হয়ে পড়ছিল। তারপরেই আশেপাশের লোক জড়ো করে সবাইকে হাসপাতালে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: ডেঙ্গির হটস্পট জোন! রোজ বাড়ছে আক্রান্তের সংখ্যা! পুজোর আগে বড় সতর্কতা!
হরিপালের বিধায়ক করবী মান্না বলেন,স্কুলের গেটের কাছে একটি গাছে ব্রর্জপাত হয়। সেই ঘটনায় ২০ জন পড়ুয়া অসুস্থ হয়, যার মধ্যে ১৩ জনকে হাসপাতালে আনা হয়েছে। আপাতত তারা সুস্থ আছে। অনেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কয়েকজন যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাদেরকে অবজারভেশনে রেখেছে চিকিৎসকরা।
রাহী হালদার