Dengue: ডেঙ্গির হটস্পট জোন! রোজ বাড়ছে আক্রান্তের সংখ্যা! পুজোর আগে বড় সতর্কতা!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Dengue : ড্রোন চালিয়ে ছড়ানো হচ্ছে মশা নাশক স্প্রে! পুজোর আগেই সতর্ক হতে হবে! জানুন
হুগলি : হুগলিতে এবার মশা মারতে ড্রোনের ব্যাবহার শুরু করল জেলা প্রশাসন। শুক্রবার পোলবার সুগন্ধা এলাকায় ড্রোন দিয়ে কীটনাশক স্প্রে করা হয় হট স্পট চিহ্নিত জায়গায়। স্বাস্থ্য দফতরের খবর অনুযায়ী পুজোর আগে উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গি পরিস্থিতি। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সারে তিন হাজার ছাড়িয়েছে। হাসপাতালে ভর্তি আড়াইশ। তাই পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন।
নবান্নে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মুখ্যসচিবের জরুরি বৈঠকের পর হুগলিতে তৎপরতা বেড়েছে জেলা প্রশাসনের। পুরসভা গুলোকে নিয়ে বৈঠক, ব্লকে আলোচনা, নাগরিক সচেতনতায় ট্যাবলো প্রচার শুরু হয়েছে। বুধবার চন্দননগর পৌর নিগমে জেলা শাসক মুক্তা আর্য পুলিশ প্রশাসনের আধিকারীক ও জন প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। সেখানেই ড্রোন দিয়ে মশা মারার সিদ্ধান্ত হয়।
advertisement
advertisement
হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, জেলার ১৮ টি ব্লক হাসপাতাল, পাঁচটা বড় হাসপাতালে জ্বরের রোগীদের জন্য বেড বাড়ানো হয়েছে। পাশাপাশি গ্রাম ও শহরাঞ্চলের মানুষকে সচেতন করার কাজ চলছে। ডেঙ্গির হাত থেকে রক্ষা পেতে গেলে সচেতন হতে হবে। না হলে পুজোর সময় এই রোগির সংখ্যা আরও বাড়তে পারে। এখন দিনে রক্ত পরীক্ষা করার পরে ৩০-৪০ জন করে ভর্তি হচ্ছেন হাসপাতালে।
advertisement
হটস্পট জোন হিসাবে বলাগড়, জিরাট, গুপ্তিপাড়া, চন্ডীতলা, শিয়াখালা, মশাট, হরিপাল, সিঙ্গুর, পোলবা, শ্রীরামপুর পৌর এলাকার ১৮,১৯,২০ , উত্তরপাড়া পৌর এলাকার,৬,১৫,১৭,১৯ বৈদ্যবাটী পৌর এলাকার ১২,১৬ ,রিষড়া পৌরএলাকার ২,১৩,১৪, চন্দননগর পৌর নিগমের ১১ নম্বর ওয়ার্ড চিহ্নিত করা হয়েছে। শহরাঞ্চলের থেকে গ্রামাঞ্চলে ডেঙ্গির সংখ্যা বৃদ্ধি চিন্তায় রেখেছে স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসনকে।ডেঙ্গি নিয়ে আজও জেলা শাসক দফতরে বৈঠক করা হয়।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 29, 2023 10:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dengue: ডেঙ্গির হটস্পট জোন! রোজ বাড়ছে আক্রান্তের সংখ্যা! পুজোর আগে বড় সতর্কতা!