Bangla News: দু'দিন ধরে নিখোঁজ! হাত ভেসে উঠল কচুরিপানায়! নদীতে বিরাট আতঙ্ক!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
Bangla News: ভয়াবহ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়! বিচার চাইছেন সাধারণ মানুষ!
নিশিগঞ্জ: দীর্ঘ বেশ কয়েক বছর যাবত কোচবিহার ১ নং ব্লকের চান্দামারি এলাকার কলাভাঙা নদীর মূল সেতু ভেঙে পড়েছে। তবে স্থানীয় ও জেলা স্তরের প্রশাসনিক কর্তাদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই বিষয়টি নিয়ে। আর সেই অবহেলার মাশুল গুনতে হল এক ব্যক্তিকে। পেশায় তিনি একজন ব্যবসায়ী। তাঁর নাম সঞ্জিত দত্ত এবং তাঁর বয়স ৪৭ বছর। দু’দিন পর্যন্ত নিখোঁজ থাকার পর এদিন নদী থেকে তাঁর দেহের খোঁজ মিলল। দেহ উদ্ধারের খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। এছাড়া গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, শুক্রবার কোচবিহার ১ নং ব্লকের চান্দামারি এলাকার কলাভাঙা নদীতে দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার হওয়া ব্যক্তির নাম নাম সঞ্জিত দত্ত। তিনি পেশাগত ভাবে একজন স্থানীয় ব্যবসায়ী। চান্দামারি বাজারে একটি দোকান রয়েছে তাঁর।
advertisement
গতকাল বিকেলে নদীতে বাঁশের সাঁকোর নীচে ওই ব্যবসায়ীর সাইকেল উদ্ধার হয়। তারপরেই সন্দেহ হয় সকলের। এদিন সকালে পরিবারের লোকজন ও স্থানীয় মানুষেরা নদীতে নেমে কচুরিপানার নীচ থেকে তাঁর দেহ উদ্ধার করেন।”
advertisement
স্থানীয়রা অনুমানের ভিত্তিতে জানিয়েছেন, বুধবার রাতে দোকান করে বাড়ি ফেরার পথে ওই ব্যবসায়ী সম্ভবত সাঁকো থেকে নদীতে পড়ে যান। কয়েক বছর আগে গ্রামের কলাভাঙা সেতুটি ভেঙে যাওয়ার পর নতুন পাকা সেতু এখনও পর্যন্ত হয়নি সেখানে। এই বিষয় নিয়ে একরাশ ক্ষোভ উগরেদেন স্থানীয়রা। এভাবে অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে বিপদ্দজনক ভাবে চলাচল করতে গিয়েই প্রাণ দিয়ে মাশুল দিতে হয়েছে সেই ব্যক্তিকে।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 29, 2023 8:29 PM IST