TRENDING:

YouTube learning: ইউটিউব দেখেই কুস্তি শিখে চ্যাম্পিয়ান বীরভূমের দুই ছাত্র

Last Updated:

Birbhum News: বীরভূম জেলায় কোনও ক্লাবে নেই কুস্তির চর্চা সেরম প্রশিক্ষকও নেই কুস্তির জন্য ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: প্রশিক্ষক ছাড়াই শুধু মাত্র মনের জোরেই বীরভূমের মহঃ বাজার ব্লকের দীঘলগ্রামের হাসিরুল শেখ ও মুস্তাকিম শেখ জিতে নিল রাজ্যস্তরে কুস্তি পদক । কলকাতার জোড়াবাগানে গত ১৩ই মে থেকে ১৬ই মে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের পরিচালনায় অষ্টম নেতাজি সুভাষ স্টেট গেমসের আয়োজন করা হয় । হাসিরুল শেখ সেখানই চ্যাম্পিয়ন হয় ৫০-৬০কেজি বিভাগে । আর মুস্তাকিম শেখ তৃতীয় স্থান পায় ৬০-৬৭ কেজি বিভাগে ।
advertisement

মহঃ বাজার ব্লকের দীঘলগ্রামে বাড়ি দুই জনেরই । সেকেড্ডা হাইস্কুল থেকে হাসিরুল শেখ  এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ও গণপুর হাইস্কুলের একাদশ শ্রেণীর ছাত্র মুস্তাকিম শেখ । দুই বন্ধুই পরস্পরের কুস্তি প্র্যাকটিশের পার্টনার । রাজ্যে সাফল্যের পর এবার ওদের লক্ষ্য জাতীয় স্তর ও পরবর্তীতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা । বীরভূম জেলায় কোনও ক্লাবে নেই কুস্তির চর্চা সেরম প্রশিক্ষকও নেই কুস্তির জন্য । তাই দুইজনেই ভর্তি হয় মুর্শিদাবাদের  কান্দিতে একটি আর্মি কোচিং সেন্টারে ।  তাদের প্রশিক্ষণ শুরু হয় কোচ সাইফুল খানের অধীনে । প্রশিক্ষণ নিতে নিতেই তাদের পদক জয় নবগ্রাম আর্মি ক্যাম্পে জেলাস্তরের প্রতিযোগিতায় । সেখানেই তাদের সাক্ষাৎ হয় বিশিষ্ট কোচ নন্দন দেবনাথ এর সঙ্গে এবং তাঁরই পরামর্শে কলকাতার জোড়াবাগানে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের পরিচালনায় অষ্টম নেতাজি সুভাষ স্টেট গেমসে অংশ নেয় তারা । আর সেখানেই প্রতিদ্বন্দ্বীদের হারিয়েই পদক জয় দুই যুবকের ।এখন দুইজনেরই লক্ষ্য জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে পদক জয় ।

advertisement

আরও পড়ুন Python in Siliguri: বাপ রে বাপ! ৯ ফুট লম্বা অজগর বাড়ির সামনে, শিলিগুড়িতে হুলস্থুল, দেখুন ছবি

হাসিরুল শেখের বাবা নাজিম শেখ পেশায় চায়না ভ্যান চালক । তাদের রোজগার সামান্য৷ অপরদিকে বছর পাঁচেক আগেই মারা গিয়েছেন মুস্তাকিমের বাবা । তবে তার দাদা মহঃ হাসান শেখ পাথর খাদান এলাকায় এক্সকাভেটর অপারেটর । ভাইয়ের কুস্তিতে খুব উৎসাহ দেন দাদা । কিন্তু বীরভূমে নেই কুস্তির চর্চা । তবুও দুই বন্ধু মিলে গ্রামে বালির মধ্যেই চালিয়ে যেত কুস্তির চর্চা । প্রশিক্ষকের অভাব বারবার অনুভব করলেও হারবার পাত্র নয় তারা । সব প্রতিকূলতা জয় করে জাতীয় স্তরে পদক জয়ের লক্ষে কঠোর অনুশীলনে ব্যস্ত রেখেছে নিজেদের । তবে রাজ্যস্তরে পদক জয়ের পর এখন উৎসাহ দিচ্ছেন অনেকেই ।

advertisement

আরও পড়ুন Siliguri News: টাকার বিনিময় অন্যের হয়ে কনস্টেবল পদের পরীক্ষা দিতে এসে ফাঁপড়ে 'ভুয়ো পরীক্ষার্থীরা'

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

এর আগেও ছোট থেকেই তাদের উৎসাহিত করে নানা ভাবে সাহায্য করেছেন দীঘলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহঃ নাজেমহোসেন ও শিক্ষক  মুস্তাফা সিরাজ ।  পঞ্চায়েত প্রধান রুসাই আলি, মহঃ বাজার পঞ্চায়েত সমিতির সদস্য আব্দুল সালাম, মহঃ বাজার থানার ওসি তাপাই বিশ্বাস এনাদের থেকেও অনেক উৎসাহ পেয়েছেন দুই বন্ধু । হাসিরুল শেখ ও মুস্তাকিম শেখ দুজনেই সাধারণ পরিবারের সদস্য। প্রোটিন সমৃদ্ধ খাবার জোগানোর সামর্থ্য নেই তাদের পরিবারের। নেই কুস্তি চর্চার ম্যাট ও প্রশিক্ষক। তাই তাদের আবেদন প্রশাসন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশাসন এ ব্যাপারে  তাদের সাহায্য করুক যাতে তারা জাতীয় স্তরে জয়ী হয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে । মুস্তাকিম শেখ বলেন , " ছোটো থেকেই উৎসাহ পেয়েছি সকলের । তবে বীরভূমে ম্যাট না থাকায় মাটি খুঁড়েই প্যাকটিস করতাম দুই বন্ধু । তারপরই এই সাফল্য । তবে এই সাফল্যে আমার থেকেও বেশি খুশি আমার পরিবারের লোক , পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজন  । "তাদেরকে বীরভূমের মহম্মদবাজার থানার পক্ষ থেকে মহম্মদবাজার থানার ওসি শুভেচ্ছা জানিয়েছেন গ্রামে গিয়ে৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
YouTube learning: ইউটিউব দেখেই কুস্তি শিখে চ্যাম্পিয়ান বীরভূমের দুই ছাত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল