কেন লোকালয়ে অজগর? উদ্ধারকারী এক বনকর্মী জানান, মূলত রসদের সন্ধানেই জঙ্গল ছেড়ে বেড়িয়ে আসে অজগরটি। এর আগেও ভোলানাথ পাড়ার অদূরে একটি চা বাগান থেকে বিশালাকার অজগর উদ্ধার করা হয়। বৈকুণ্ঠপুর জঙ্গল এই প্রজাতির সাপের আনাগোনা রয়েছে। কখোনো জঙ্গল ছেড়ে নদীতেও দেখা যায়। এবারেও খাবারের খোঁজে জনবসতি এলাকায় ঢুকে পড়ে অজগরটি
একেবারে ছোটো নয়। ৯ ফুট লম্বা অজগরটি কার্যত এলাকায় ত্রাস হয়ে উঠেছিল। আর তাই তাকে বন্দি করতে বেগ পেতে হয়। বনকর্মীদের পাশাপাশি স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগায়। সেইসময় এলাকায় ভিড়ে ভিড়াক্কার! কোনোক্রমে উদ্ধার করা হয় ৯ ফুটের অজগরকে। উদ্ধারকারী বনকর্মী জানান, আপাতত প্রাথমিক চিকিৎসা করা হবে। কিছু সময় পর্যবেক্ষনের পর আবার ছেড়ে দেওয়া হবে বৈকুণ্ঠপুর জঙ্গলে। উদ্ধারের পরও ছটফটানি কম ছিল না ৯ ফুট লম্বা অজগরটির। উত্তরবঙ্গের ডুয়ার্সের জঙ্গল ঘেঁষা এলাকা ছেড়ে মাঝেমধ্যেই লোকালয়ে ঢুকে পড়ে এই প্রজাতির সাপ। তবে শিলিগুড়ি বা লাগোয়া এলাকায় মাঝেমধ্যে দেখা যায়। (প্রতীকী ছবি) (Reporter-Partha Sarkar)