TRENDING:

Monsoon Tips: বনসাই গাছ বর্ষাকালে বাঁচেনা? আর চিন্তা নেই, রয়েছে উপায়

Last Updated:

বনসাই গাছের যত্ন প্রতিটি ঋতুতে আলাদা আলাদা হয়ে থাকে। সব থেকে বেশি বর্ষাকালে বনসাই গাছের ক্ষতি হয়। অতিরিক্ত জলে গোড়া পচন রোগ চলে আসে বনসাই গাছে। এছাড়া বর্ষাকালে টানা কয়েকদিন সূর্যের দেখা মেলে না। ফলে বর্ষাকালে বিশেষ যত্ন নিতে হয় বনসাই গাছের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাঁশকুড়া: বাড়িতে যারা বাগান চর্চা করেন তাদের কাছে বনসাই একটি পরিচিত শব্দ। আসলে বড় শক্ত কাণ্ড যুক্ত গাছকে বাড়িতে টবের মধ্যে বাড়িয়ে তোলার পদ্ধতিকে বলা হয় বনসাই। বনসাই করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। বনসাই গাছ করার কৌশল হল ছাঁটাই, শিকড় হ্রাস, পটিং, ডিফোলিয়েশন এবং গ্রাফটিং।
advertisement

এই বিভিন্ন বড় গাছের বনসাই করা হয় বাড়িতে। বনসাই গাছের যত্ন প্রতিটি ঋতুতে আলাদা আলাদা হয়ে থাকে। সব থেকে বর্ষাকালে বনসাই গাছের ক্ষতি হয়। অতিরিক্ত জলে গোড়া পচন রোগ চলে আসে বনসাই গাছে। এছাড়া বর্ষাকালে টানা কয়েকদিন সূর্যের দেখা মেলে না। ফলে বর্ষাকালে বিশেষ যত্ন নিতে হয় বনসাই গাছের।

পাঁশকুড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেক জাহাঙ্গীর বনসাই পদ্ধতিতে প্রায় একশটি প্রজাতির গাছ নতুনভাবে রক্ষণাবেক্ষণ করেছেন। তাঁর বাগানে এ পর্যন্ত মোট ২০০টি বনসাই গাছ রয়েছে। বনসাইয়ের মাধ্যমে শুধু বাড়ির সৌন্দর্যের জন্য গাছ তৈরিনা,এর মাধ্যমে বিভিন্ন লুপ্তপ্রায় গাছ সংরক্ষণও করা যায়। বিভিন্ন গাছের বনসাই করা যায় তবে বনসাই হিসাবে সবথেকে পরিচিত বট ও অশ্বথ। তবে জাহাঙ্গীর বাবু শুধু অশ্বথ ও বটগাছ না প্রায় একশটি প্রজাতির গাছ বনসাই করে সংরক্ষণ করছেন।

advertisement

আরও পড়ুন: পার্লামেন্টেও ‘চমক’ রচনার! তৃতীয় দিনেই নজরে, ‘দিদি নং 1’-এর সঙ্গে সেলফি তুললেন রাহুল

View More

বনসাই বর্ষাকালে কীভাবে রক্ষা করা যায় সে বিষয়ে সেক জাহাঙ্গীর জানান, ‘বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির কারণে গাছে ফাঙ্গাস জন্মে সেই দিকে খেয়াল রাখা প্রয়োজন। অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের গোড়া পচন রোগ ধরে। এই সময় গাছের বিশেষ যত্ন নিতে হয়। এছাড়াও বাগানের ড্রেন ব্যবস্থা উন্নত রাখতে হবে যাতে জল না জমে যায়।

advertisement

এছাড়া সারা বছর যেভাবে পরিচর্যা হয় সেই পরিচর্যা চলবে বনসাইয়ের’বনসাই একটি শিল্প মাধ্যম। যার দ্বারা শক্ত কাণ্ড যুক্ত গাছকে টবে বা অন্য পাত্রে লাগানো যায়। বনসাই এর বিভিন্ন কৌশল আছে। বনসাই পদ্ধতিতে বিলুপ্তপ্রায় গাছের সংরক্ষণ সহজেই করা যায়। লুপ্তপ্রায় কোনও গাছকে বনসায়ের মাধ্যমে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। পরবর্তীতে সেই গাছ আবারও ফিরিয়ে আনা সম্ভব।

advertisement

আরও পড়ুন: রূপকথার মতো সাফল‍্য! খ‍্যাতির শীর্ষে অভিনয়কে বিদায়, ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে এখন আইএএস অফিসার, চেনেন অভিনেত্রীকে? র‍্যাঙ্ক জানলে মাথা ঘুরে যাবে

বর্তমানে বনসাই এর চাহিদা প্রচুর। বর্তমান সময়ে বনসাই গাছের চাহিদা দেশ বিদেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে। ফলে একদিকে বিলুপ্তপ্রায় গাছের সংরক্ষণে বনসাইয়ের গুরুত্ব রয়েছে। অন্যদিকে বাজারে বনসাই গাছের চাহিদা বাড়ছে। ফলে কোনও ব্যক্তি যদি বনসাই গাছের ব্যবসা করে লাভবান হওয়া যায়। সব মিলিয়ে পরিবেশ ও ব্যবসায়িক দিকের কারণে বনসাই-এর প্রতি বর্তমান প্রজন্ম আগ্রহ দেখাচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

সৈকত শী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Monsoon Tips: বনসাই গাছ বর্ষাকালে বাঁচেনা? আর চিন্তা নেই, রয়েছে উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল