Rahul Gandhi-Rachana Banerjee: সংসদেও 'চমক' রচনার! তৃতীয় দিনেই নজরে, ‘দিদি নং 1’-এর সঙ্গে সেলফি তুললেন রাহুল
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Rahul Gandhi-Rachana Banerjee: লোকসভার অধিবেশন শুরু হয়ে গিয়েছে। সংসদে এদিন ছিল রচনার তৃতীয় দিন। তৃতীয় দিনে রচনার সঙ্গে সেলফি তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। বাংলার ‘দিদি নং 1’ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন, ‘‘পার্লামেন্টে তৃতীয় দিন।’’
কলকাতা: রূপোলি পর্দার জগত্ থেকে এবারই প্রথম রাজনীতির ময়দানে পা রাখেন অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়। জয় হাসিল করে নির্বাচিত হয়েছেন সাংসদ হিসেবে। তবে লোকসভা অধিবেশনেও তিনি ‘সেলিব্রিটি’। রচনার সঙ্গে সেলফি তুললেন রাহুল গান্ধি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি নিজেই পোস্ট করলেন অভিনেত্রী।
লোকসভার অধিবেশন শুরু হয়ে গিয়েছে। সংসদে এদিন ছিল রচনার তৃতীয় দিন। তৃতীয় দিনে রচনার সঙ্গে সেলফি তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। বাংলার ‘দিদি নং 1’ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন, ‘‘পার্লামেন্টে তৃতীয় দিন।’’
advertisement
advertisement
হুগলি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন রচনা বন্দোপাধ্যায়। বিজেপির দুঁদে নেত্রী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইটা মোটেই সহজ ছিল না একদা সহ-কর্মী রচনার। তবে শেষ হাসি হাসেন ‘দিদি নং 1’। বর্তমানে তিনি হুগলি লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 27, 2024 11:57 PM IST








