গ্রামের জলের সংকট বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীদের। হরিহরপাড়া থানার লালনগর গ্রামে জলকষ্টে ভুগছেন সাধারণ মানুষ। বেশ কয়েকদিন থেকেই জেলার বিভিন্ন জায়গায় তীব্র রোদ্দুর আর তীব্র রৌদ্র পড়তেই হরিহরপাড়ার লালনগর গ্রামে জলের সংকট দেখা দিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, এক বছর আগে PHE ট্যাব বসানো হয়েছে কিন্তু তাতে নেই জল। গ্রামের একমাত্র পানীয় জলের উৎস সাবমারসিবলটি দীর্ঘদিন অচল। এমনকি গ্রামে থাকা একটি নলকূপ দীর্ঘদিন ভাঙা অবস্থায় পড়ে আছে।
advertisement
আরও পড়ুনঃ স্বাস্থ্যসম্মত ভোগ দেওয়া হয়, বর্গভীমা মন্দির পেল সার্টিফিকেট
এমন অবস্থায় শুধুমাত্র পানীয় জলের জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে গ্রামের মানুষদের।অন্যদিকে টিউবয়েল থেকেও জল বেরোচ্ছে না,ব্যাপক সমস্যার মুখে পড়েছে গ্রামবাসীরা। পুকুর থেকে জল তুলে নৃত্য প্রয়োজনীয় কাজ করতে হচ্ছে গ্রামের বাসিন্দাদের। জল সমস্যা সমাধানে প্রশাসনকে বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি বলেই অভিযোগ উঠেছে। স্থানীয় প্রধান আরদোসা বিবি বলেন, খবর পেয়েছি। PHE দফতরের সঙ্গে কথা বলে দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে।
কৌশিক অধিকারী