টানা তাপপ্রবাহের জেরে সকাল দশটা বাজতে না বাজতেই এখন ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। তবে বহু মানুষকেই নানা কারণে গরমের দাবদহ উপেক্ষা করে রাস্তায় বের হতে হচ্ছে। সেই সমস্ত মানুষের জন্য ঠান্ডা পানীয় জল তুলে দিতে অভিনব ভাবনা মহিলাদের। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাঁচিয়ে একদল মহিলা পথিকদের খাওয়াচ্ছেন ঠান্ডা জল ও বাতাসা। গত ১৫-২০ দিন ধরে এই কর্মসূচি পালন করছেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: ক্রমশই কমছে কাঁসাইয়ের জলস্তর, এই গরমে কী হবে পুরুলিয়ার!
সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পথচারীদের জন্য ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের এমন উদ্যোগ রীতিমত সাড়া ফেলেছে জেলাজুড়ে। ডোমজুড়ের শলপ-১ পঞ্চায়েতের শলপ ব্রিজের নিচে গেলেই এই উদ্যোগের সাক্ষী থাকতে পারবেন আপনি। মূলত ১০-১২ জন মহিলা ঘর সংসার সামলে প্রায় প্রতিদিন কয়েক শত পথচলতি মানুষের হাতে পানীয় জল তুলে দিচ্ছেন। আর এভাবেই রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মানবিক কাজে ব্যবহৃত হচ্ছে।
রাকেশ মাইতি