এই জাহাজ কাটার কাজ করছে বেশ কিছু ব্যক্তি। সমুদ্রের গভীরে গিয়ে সেগুলি কেটে আনা হচ্ছে। তবে এসব কিছু করা হয় খুব গোপনে। সুন্দরবন পুলিশ ও জেলার পুলিশ তাদের সন্ধানে থাকে সারাবছর ।
আরও পড়ুন: কনকনে শীতেও পাবেন এঁচোড়! এই পিং কাঁঠালের কী জানেন
সম্প্রতি, এরকম কাজের সঙ্গে জড়িত একটি ট্রলারকে চিহ্নিত করেছে পুলিশ। জাহাজের যন্ত্রাংশ কেটে আনার সময় মৌসুনির বটতলায় এই ট্রলারটিকে দেখতে পায় পুলিশ। সেখানে স্টেনলেস স্টিল ও অন্যান্য ধাতব পদার্থ ছিল।
advertisement
আরও পড়ুন: ধান কাটতে গিয়ে অবাক সকলে! ঘোড়ার মত দেখতে এ কী প্রাণী সামনে এল? চাঞ্চল্য এলাকায়
সেই ধাতব পদার্থ সাধরণত দেখতে পাওয়া যায়না। পুলিশের অনুমান সেগুলি জাহাজ থেকেই কেটে আনা হয়েছে। বর্তমানে সেই সামগ্রীগুলিকে পরীক্ষার জন্য পাঠাবে পুলিশ। ঘটনার সঙ্গে কোনও চক্রের যোগ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। এখন দেখার কবে ধরা পড়ে এই চক্রের সদস্যরা।
নবাব মল্লিক