TRENDING:

Kali Puja 2023: কিরীটেশ্বরী মন্দিরে কালী আরাধনা! জেলার এই সতীপীঠে ভক্তদের উপচে পড়া ভিড়

Last Updated:

Kali Puja 2023: মুর্শিদাবাদ জেলাতেই রয়েছে ৫১ সতীপীঠের অন্যতম কিরীটেশ্বরী মন্দির। ১১০৪ বঙ্গাব্দে মন্দির প্রতিষ্ঠা করেন নাটোরের রানি ভবানী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলাতেই রয়েছে ৫১ সতীপীঠের অন্যতম কিরীটেশ্বরী মন্দির। মা কিরীটেশ্বরী এখানে দক্ষিণা কালী রূপে পজিতা হন। কালীপুজোর দিন সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।কয়েক মাস আগে ইতি মধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই কীরিটেশ্বরী মন্দিরকে দেশের সেরা পর্যটন গ্রামের শিরোপা দিয়েছে। ফলে নতুন এক পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এই মন্দির চত্বর।
advertisement

কালীপুজোর দিন সেজে উঠছে এই মুর্শিদাবাদ জেলার অন্যতম ৫১পীঠের সতীপীঠ। কিরীটেশ্বরী মন্দিরের ইতিহাস নিয়ে অবশ্য বহু মত প্রচলিত আছে। প্রাচীন ইতিহাস অনুসারে এর নাম ছিল কিরীটকণা। তাই কেউ বলেন এখনে সতীর মুকুটের কণা পড়েছিল, আবার কেউ বলেন ললাট বা কপাল।

আরও পড়ুন – Crime against woman: রক্ষকই যখন ভক্ষক, পুলিশের লালসার শিকার ৪ বছরের শিশু কন্যা, চরম সর্বনাশ

advertisement

কিন্তু মন্দিরের সেবাইতরা জানাচ্ছেন, কিরীট কথাটি এসেছে করোটি বা মাথার খুলি থেকে। আর সেই করোটির টুকরো আছে বলেই নাম হয়েছে কিরীটী। সেখান থেকে নামকরণ কিরীটেশ্বরী। ১১০৪ বঙ্গাব্দে মন্দির প্রতিষ্ঠা করেন নাটোরের রানি ভবানী।

View More

পরবর্তী সময়ে মহারাজা রাও যোগেন্দ্রনারায়ণ রায় ১৩৩৭ বঙ্গাব্দে এই মন্দিরের সংস্কার করেন। তবে যোগেন্দ্রনারায়ণ রায়ের সময়ের যে তথ্য পাওয়া গেছে তাতে পুনঃ সংস্কারের কথা উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে তার আগে আরও কেউ এই মন্দিরের সংস্কার করেছেন বলেই মনে করা হয়। তবে এই পর্যটক গ্রাম কে কেন্দ্রীয় সরকার বিবেচিত করার কারণে আগামী দিনে পর্যটকদের সংখ্যা যেমন বৃদ্ধি হবে ঠিক তেমনই আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে বলেই আশাবাদী সকলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট আসে ভোট যায়, কিন্তু ভোগান্তি যায় না! লোহাদহ ঘাটে ঝুঁকির যাত্রা, সেতুর দাবি
আরও দেখুন

Kaushik Adhikary

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2023: কিরীটেশ্বরী মন্দিরে কালী আরাধনা! জেলার এই সতীপীঠে ভক্তদের উপচে পড়া ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল