Crime against woman: রক্ষকই যখন ভক্ষক, পুলিশের লালসার শিকার ৪ বছরের শিশু কন্যা, চরম সর্বনাশ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Crime against woman: ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সাব-ইন্সপেক্টরকেও মারধরকরে উত্তেজিত জনতা। অভিযুক্তকে গণধোলাই দেওয়ার ঘটনাটির ভিডিওটিও পরে ভাইরাল হয়।
নয়াদিল্লি: রাজস্থানে রেপ, মর্মান্তিক ঘটনায় শিউড়ে উঠছে সকলেই৷ দৌসা জেলার রাহুবাসে চার বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সাব ইন্সপেক্টর ভূপেন্দ্র সিং৷ তার বিরুদ্ধে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ রাজস্থান পুলিশে কাজ থেকে এখন বরখাস্ত করা হয়েছে।
জয়পুর রেঞ্জের আইজি উমেশ চন্দ্র দত্ত সাব ইন্সপেক্টরকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ জারি করেছেন।এর আগে শনিবার ভূপেন্দ্রকে সাসপেন্ড করা হয়। ঘটনা জানতে পেরে উত্তেজিত জনতা অভিযুক্ত থানার অফিসারকে বেধড়ক মারধর করে। এখন ভীম সেনা প্রধান চন্দ্রশেখর রাবণও এই বিষয়ে রাহুবাসে পৌঁছেছেন। তবে বিষয়টি নিয়ে বেশ উত্তপ্ত পরিবেশ।
বিষয়টি জোরদার হওয়ার পরে, শনিবার রাতে ভীম সেনা প্রধান এবং আজাদ সমাজ পার্টির প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর নির্যাতিতার গ্রামে পৌঁছে তার পরিবারের সঙ্গে দেখা করেন। চন্দ্রশেখর রেপ হওয়া শিশুর পরিবারের সঙ্গে প্রায় দু’ ঘণ্টা কথা বলেন। তাঁর সাফ দাবি রাজস্থানে দলিতদের ওপর অত্যাচার বেড়েছে। তিনি রাজনৈতিক অস্ত্র শানিয়ে বলেন রাজস্থানের কংগ্রেস সরকার দলিত অত্যাচার বন্ধ করতে ব্যর্থ হয়েছে। এসময় তিনি ধর্ষিতার পরিবারকে আর্থিক প্যাকেজ দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানান।
advertisement
advertisement
আরও পড়ুন – Kali Puja in Tarapith: জয় মা কালী, দীপান্বিতা কালী পুজোর দিনে সেজে উঠেছে তারাপীঠ মন্দির, মায়ের সাজও অপরূপ
শুক্রবার, সাব ইন্সপেক্টর ভূপেন্দ্র সিং, দৌসা জেলার রাহুওয়াসে নির্বাচনী প্রচারের দায়িত্ব পালনের সময় এই কাণ্ড ঘটান৷ একটি চার বছরের নিষ্পাপ মেয়েকে প্রলুব্ধ করে এবং তাকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।
advertisement

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা রাহুবাস থানার বাইরে ঘেরাও করে ক্ষোভ প্রকাশ করে। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সাব-ইন্সপেক্টরকেও মারধরকরে উত্তেজিত জনতা। অভিযুক্তকে গণধোলাই দেওয়ার ঘটনাটির ভিডিওটিও পরে ভাইরাল হয়।
এরপরে, শনিবার, পুলিশ CrPC ১৬৪ ধারায় আদালতে অভিযুক্ত, ধর্ষিতা শিশুটি ও তার পরিবারের সদস্যদের জবানবন্দি রেকর্ড করেছে। এই ঘটনায় সাব ইন্সপেক্টর ভূপেন্দ্র সিংকে গ্রেফতার করেছে পুলিশ। রেপের এই ঘটনার পর এখনও সকলেই আতঙ্কিত। এ নিয়ে রাজনৈতিক মহল উত্তপ্ত। পুলিশও এই স্পর্শকাতর বিষয়ে কড়া নজর রাখছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 12, 2023 3:34 PM IST