TRENDING:

মোটা অঙ্কের অর্থের লোভে কিডনি বিক্রি ! জেলায় সক্রিয় পাচার চক্র

Last Updated:

কিডনি পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠছে ক্যানিং ও আশপাশের এলাকায়। স্থানীয় সূত্রের খবর, ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রামের মানুষ মোটা টাকার বিনিময়ে নিজেদের কিডনি বিক্রি করে দিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্যানিং, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: বেশ কয়েক বছর ধরে সুন্দরবনের ক্যানিংয়ে কিডনি পাচার চক্র মাথা চারা দিয়েছে বলে অভিযোগ ক্যানিং ও তার আশপাশের এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রামের মানুষ মোট টাকার বিনিময়ে নিজেদের কিডনি বিক্রি করে দিয়েছেন। কিন্তু তার পরেও প্রতিশ্রুতি মতো টাকা তারা পাচ্ছেন না বলে অভিযোগ।
মোটা অঙ্কের অর্থের লোভে কিডনি বিক্রি (Representative Image)
মোটা অঙ্কের অর্থের লোভে কিডনি বিক্রি (Representative Image)
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যানিং ১ ব্লকে কিডনি পাচার চক্র সক্রিয় মূলত হাটপুকুরিয়া পঞ্চায়েত এলাকায়। অনেক সময় পরিবারে আর্থিক অনটনের জন্যে এই চক্রের সঙ্গে হাত মেলাতে বাধ্য হচ্ছে তারা। কারণ একটা কিডনি তারা দান করলে ৭ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া ‌যায় এবং সেই টাকা দিয়েই তারা বিভিন্ন ধরনের ব্যবসা করে এবং সংসারে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য এই ধরনের বড় পদক্ষেপ নিচ্ছে এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে জানাচ্ছে যে শরীরের দুটো কিডনি একটা দিয়ে দিলে কিছুই হয় না। তবে মাঝেমধ্যেই এই দালাল চক্রে পড়ে কিডনি দান করার পর অনেক সময়  টাকাও তারা পাচ্ছে না।

advertisement

আরও পড়ুন– মহারাষ্ট্র সম্পর্কে ৫ প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হওয়ায় দিল্লি বিমানবন্দরে আটক যাত্রী ! ধরা পড়ল পাসপোর্ট কারচুপির বিষয় সহজেই

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে তারা ব্লক প্রশাসনের কাছে বয়ান দেওয়ার সময় বিনামূল্যে তারা এই কিডনি দান করছে। কখনও তাদের আপন মানুষ বিপদে আছে তাই তারা সাহায্য করছে এই বলেও বয়ান দিচ্ছে। অথবা খুব কাছের মানুষ এই ধরনের বিভিন্ন পরিচয় দিয়ে তারা ‘নো অবজেকশন’-এর নথি তুলে নিচ্ছে। যার কারণে পুলিশ কিছুই করতে পারছে না। আর তাই সবার আগে মানুষকে সচেতন হতে হবে যদি মানুষ সচেতন হয় তবে এই এত বড় চক্র থেকেই রেহাই পাওয়া যাবে। প্রশাসনের কর্তার খবর পেলেও দু’পক্ষ বিষয়টি স্বীকার না করায় পদক্ষেপ করা সম্ভব হচ্ছে না।

advertisement

View More

আরও পড়ুন– প্রকাশ্যে তাজমহলের গর্ভগৃহের ফুটেজ ! শাহজাহান-মুমতাজের সমাধি, বলিউডের ছবির গান নিয়ে বিতর্ক ডেকে আনল ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
মোবাইল ছেড়ে পড়ুয়াদের হাতে মাটি-জল! কাটোয়ায় দাদাদের উৎসাহে মাটির প্রদীপ বানাচ্ছে খুদেরা
আরও দেখুন

এই সমস্যার কথা মেনে নিয়ে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস বলেন, এ ভাবে চলতে থাকলে এলাকার বহু মানুষ নিজেদের কর্মক্ষমতা হারাবেন এবং অকালে ঝরে যাবে এই সমস্ত প্রাণ। পরিণতিতে মারণ রোগ বাসা বধবে কিডনি দাতাদের শরীরে। এই এলাকায় গিয়ে এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতনও করেন তিনি। পাশাপাশি স্থানীয় দলীয় নেতৃত্বকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে বলেন, মানুষকে সাবধান-সতর্ক এবং সচেতনতা কর্মসূচি নিতে আহ্বান জানান তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মোটা অঙ্কের অর্থের লোভে কিডনি বিক্রি ! জেলায় সক্রিয় পাচার চক্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল