মহারাষ্ট্র সম্পর্কে ৫ প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হওয়ায় দিল্লি বিমানবন্দরে আটক যাত্রী ! ধরা পড়ল পাসপোর্ট কারচুপির বিষয় সহজেই
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Passenger Caught At Delhi Airport: অভিবাসন কর্মকর্তারা তাঁকে মহারাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন, কেন না তাঁর পাসপোর্টে রাজ্য হিসেবে মহারাষ্ট্রেই উল্লেখ ছিল, অথচ তাঁর পাসপোর্টে তালিকাভুক্ত রাজ্যটি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তিনি সেই সব মৌলিক প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন।
দেশে কে কখন কীভাবে গা-ঢাকা দিয়ে থাকে, তা সব সময়ে শনাক্ত করে ওঠা সম্ভব হয় না। কিন্তু এই ব্যাপারে সম্প্রতি বেশ কড়াকড়ির পরিচয় দিয়েছে বিহার। বিধানসভা নির্বাচনে জাল ভোট পড়া এড়াতে নির্বাচন আধিকারিকরা বাড়ি বাড়ি ঘুরে এসআইএর শুরু করেছেন। উদ্দেশ্য একটাই- কিছু সাধারণ প্রশ্নের মাধ্যমে শনাক্ত করা কে ভারতীয় বাসিন্দা আর কে নন! (Representative Image)
advertisement
advertisement
জানা গিয়েছে যে সম্প্রতি আন্তর্জাতিক ফ্লাইটের এক যাত্রী দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে বিপাকে পড়েন। অভিবাসন কর্মকর্তারা তাঁকে মহারাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন, কেন না তাঁর পাসপোর্টে রাজ্য হিসেবে মহারাষ্ট্রেই উল্লেখ ছিল, অথচ তাঁর পাসপোর্টে তালিকাভুক্ত রাজ্যটি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তিনি সেই সব মৌলিক প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন। (Representative Image)
advertisement
বলা হচ্ছে যে ওই যাত্রীটির কাম এয়ারের ফ্লাইট RQ-4402-তে কাবুল যাওয়ার কথা ছিল। তাঁর লাগেজ চেক করার পর তিনি নথি যাচাইয়ের জন্য ব্যুরো অফ ইমিগ্রেশন কাউন্টারে যান, যেখানে তাঁর পরিচয় যাচাই শুরু হয়। বিমানবন্দরের একজন উর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন যে, পাসপোর্টে ভ্রমণকারীর নাম মহম্মদ রসুল নাজিব খান বলে শনাক্ত করা হয়েছে, যাঁর ঠিকানা মহারাষ্ট্রের নভি মুম্বই এবং জন্মস্থান মুম্বই উল্লেখ করা হয়েছে। (Representative Image)
advertisement
advertisement
পরিচয় যাচাই করার জন্য অফিসার তাঁকে মহারাষ্ট্র সম্পর্কিত বেশ কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু যাত্রী সবকটারই উত্তর দিতে ব্যর্থ হন। কিছু গোলমাল আছে বলে নিশ্চিত হয়ে ইমিগ্রেশন কর্মীরা তাঁকে বিশদ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জিজ্ঞাসাবাদের সময় জানা যায় যে, ওই ব্যক্তি মোটেও মহারাষ্ট্রের নন, বরং তিনি আফগানিস্তানের বাসিন্দা। তিনি মুম্বইয়ের ঠিকানা ব্যবহার করে অবৈধভাবে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এই আবিষ্কারের পর অভিবাসন কর্তৃপক্ষ তাঁকে আরও তদন্তের জন্য আইজিআই বিমানবন্দর পুলিশের কাছে হস্তান্তরিত করেছে।(Representative Image)