পরিবারের লোকজন হন্তদন্ত হয়ে চারিদিকে খুঁজে না পাওয়ার পর অবশেষে ওই দিনই হাজির হয় ডেবরা থানায়। অপহরণের অভিযোগ দায়ের হয়। তার পরেই তদন্ত শুরু করে ডেবরা থানার পুলিশ।
ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের করন্ডা এলাকায়। বাড়ির বাইরে গিয়েই অপহরণ হয় নাবালিকার। অভিযোগ পাওয়ার পর খোঁজাখুঁজি শুরু করে ডেবরা থানার পুলিশ৷
advertisement
আরও পড়ুন- পাঁচ টাকায় মিলবে ভরপেট ভাত, মা ক্যান্টিন চালুর উদ্যোগ এই মহকুমা হাসপাতালে
দুদিন খোঁজ খবরের পর গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানা এলাকার বাড়কালিকাপুর এলাকা থেকে উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। ঘটনায় গ্রেফতার করা হয় ওই এলাকারই বাসিন্দা হাবিবুল সেখকে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে গোপন সুত্রে তাঁরা খবর পান হাবিবুল সেখ নামে ওই যুবক নাবালিকাকে অপহরণ করে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত বাড়কালিকাপুর এলাকায় লুকিয়ে রেখেছিল।
গতকাল রাতে গিয়ে পুলিশ তাদের উদ্ধার করে। রবিবার সকাল ১০ টা নাগাদ অভিযুক্তকে মেদিনীপুর আদালতে নিয়ে যাওয়া হয়৷ অপরদিকে ওই নাবালিকার গোপন জবানবন্দিও নেওয়ার কথা রয়েছে।
এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল এলাকায়। মেয়েকে চোখের সামনে দেখে চিন্তামুক্ত হয়েছে পরিবারের সদস্যরা৷ পরিবার সুত্রে জানা যায়, ৯ তারিখ সকালে বাড়ির বাইরে গিয়ে আর মেয়ে ফেরেনি। তাই চিন্তা হচ্ছিল।
আরও পড়ুন- রাস্তায় বোমাবাজি, মথুরাপুরের কৃষ্ণরামপুরে ছড়াল আতঙ্ক
আত্মীয়য়ের বাড়ি থেকে সমস্ত জায়গায় খোঁজ খবর চালানো হয়েছে ৯ তারিখ সারাদিন। শেষে ডেবরা থানার দ্বারস্থ হয় পরিবার। অভিযোগ দায়ের করা হয়।