TRENDING:

অপহৃতা নাবালিকা উদ্ধার ডেবরায়, ঘটনায় ধৃত এক

Last Updated:

ডেবরায় নাবালিকাকে অপহরণ করে গ্রেফতার যুবক। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডেবরা: গত নয় মার্চ ২০২৩ সকালে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়। আর ফিরে আসেনি ডেবরার বছর ষোলোর এক নাবালিকা।
অপহরনের অভিযোগে গ্রেফতার হওয়া যুবককে আজ পাঠানো হোলো আদালতে 
অপহরনের অভিযোগে গ্রেফতার হওয়া যুবককে আজ পাঠানো হোলো আদালতে 
advertisement

পরিবারের লোকজন হন্তদন্ত হয়ে চারিদিকে খুঁজে না পাওয়ার পর অবশেষে ওই দিনই হাজির হয় ডেবরা থানায়। অপহরণের অভিযোগ দায়ের হয়। তার পরেই তদন্ত শুরু করে ডেবরা থানার পুলিশ।

ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের করন্ডা এলাকায়। বাড়ির বাইরে গিয়েই অপহরণ হয় নাবালিকার। অভিযোগ পাওয়ার পর খোঁজাখুঁজি শুরু করে ডেবরা থানার পুলিশ৷

advertisement

আরও পড়ুন- পাঁচ টাকায় মিলবে ভরপেট ভাত, মা ক্যান্টিন চালুর উদ্যোগ এই মহকুমা হাসপাতালে

View More

দুদিন খোঁজ খবরের পর গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানা এলাকার বাড়কালিকাপুর এলাকা থেকে উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। ঘটনায় গ্রেফতার করা হয় ওই এলাকারই বাসিন্দা হাবিবুল সেখকে।

পুলিশ সুত্রে জানা গিয়েছে গোপন সুত্রে তাঁরা খবর পান হাবিবুল সেখ নামে ওই যুবক নাবালিকাকে অপহরণ করে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত বাড়কালিকাপুর এলাকায় লুকিয়ে রেখেছিল।

advertisement

গতকাল রাতে গিয়ে পুলিশ তাদের উদ্ধার করে। রবিবার সকাল ১০ টা নাগাদ অভিযুক্তকে মেদিনীপুর আদালতে নিয়ে যাওয়া হয়৷ অপরদিকে ওই নাবালিকার গোপন জবানবন্দিও নেওয়ার কথা রয়েছে।

এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল এলাকায়। মেয়েকে চোখের সামনে দেখে চিন্তামুক্ত হয়েছে পরিবারের সদস্যরা৷ পরিবার সুত্রে জানা যায়, ৯ তারিখ সকালে বাড়ির বাইরে গিয়ে আর মেয়ে ফেরেনি। তাই চিন্তা হচ্ছিল।

advertisement

আরও পড়ুন- রাস্তায় বোমাবাজি, মথুরাপুরের কৃষ্ণরামপুরে ছড়াল আতঙ্ক

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আত্মীয়য়ের বাড়ি থেকে সমস্ত জায়গায় খোঁজ খবর চালানো হয়েছে ৯ তারিখ সারাদিন। শেষে ডেবরা থানার দ্বারস্থ হয় পরিবার। অভিযোগ দায়ের করা হয়।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অপহৃতা নাবালিকা উদ্ধার ডেবরায়, ঘটনায় ধৃত এক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল