TRENDING:

Howrah News: হাওড়া ডিভিশনে হাই সিকিউরিটি! লুকিয়ে পাচার করা হচ্ছিল ২ নাবালক, গ্রেফতার করল RPF

Last Updated:

সমস্ত বড় গুরুত্বপূর্ণ স্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে। দূরপাল্লার ট্রেন ছাড়ার অন্তত আধ ঘণ্টা আগে থেকে চলছে কোচ পরিদর্শন। বিন্দুমাত্র সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: অপারেশন আহাত। মানব পাচারের বিরুদ্ধে ব্যবস্থা, এর আওতায় আরপিএফ, হাওড়া দুই নাবালককে উদ্ধার করে এবং দুই পাচারকারীকে গ্রেফতার করে। মানব পাচার রোধে প্রশংসনীয় সতর্কতা এবং প্রতিশ্রুতি প্রদর্শনের মাধ্যমে, হাওড়া ডিভিশনের রেলওয়ে সুরক্ষা বাহিনী।
News18
News18
advertisement

১১ নভেম্বর ২০২৫ তারিখে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, হাওড়া সাউথ পোস্টের আরপিএফ কর্মকর্তারা, অ্যাসোসিয়েশন ফর ভলান্টারি অ্যাকশনের সহকারী প্রকল্প কর্মকর্তা শ্রী সুমন গড়াই এবং হাওড়া ডিভিশনের অধীনে জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটির কর্মীদের সঙ্গে সমন্বয় করে, হাওড়া স্টেশনের ২১ নম্বর প্ল্যাটফর্মে একটি যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন, দুটি নাবালক ছেলেকে উদ্ধার করা হয় এবং দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়।

advertisement

আরও পড়ুনDelhi Blast-Security Check: নজরে প্রতিটি গাড়ি, দিল্লি বিস্ফোরণের পর রাত থেকেই তৎপর জেলা পুলিশ, বারাসত-ব্যারাকপুর-বনগাঁয় নাকা চেকিং 

গ্রেফতার হওয়া ব্যক্তি এবং উদ্ধার হওয়া নাবালকদের জিআরপিএস/হাওড়ায় হস্তান্তর করা হয়েছে, যেখানে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং শিশু শ্রম (নিষেধ ও নিয়ন্ত্রণ) আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই পূর্ব রেল একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে তাদের অভিযান চালাচ্ছে৷ বেশ কয়েকটি জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে পাচারকারীদের৷ সমস্ত বড় গুরুত্বপূর্ণ স্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে। দূরপাল্লার ট্রেন ছাড়ার অন্তত আধ ঘণ্টা আগে থেকে চলছে কোচ পরিদর্শন। বিন্দুমাত্র সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

advertisement

আরও পড়ুনTourism: কলকাতার একদম কাছে দারুণ ‘ট্যুরিস্ট স্পট’! শান্ত-মনোরম জায়গায় ঘুরে আসুন, শীতের ক’দিন ভাল কাটবে

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এর পাশাপাশি রেলের তরফে সিসি ক্যামেরার ফিডে নজর রাখা হচ্ছে৷ যারা নাবালক বা শিশুদের নিয়ে যাতায়াত করছেন তাদের প্রতি বিশেষ নজর রাখা হচ্ছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, তারা দফায় দফায় এই বিষয়ে বৈঠক করছে। রাজ্য পুলিশের সঙ্গেও ক্রমাগত যোগাযোগ রাখছে৷ পূর্ব রেলওয়ের আরপিএফ ক্রমাগত নজরদারি, গোয়েন্দা তথ্য-ভিত্তিক পদক্ষেপ এবং সমাজকল্যাণ সংস্থাগুলির সঙ্গে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সমাজের দুর্বল অংশ, বিশেষ করে নারী ও শিশুদের মানব পাচারের হুমকি থেকে রক্ষা করার লক্ষ্যে অবিচল রয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: হাওড়া ডিভিশনে হাই সিকিউরিটি! লুকিয়ে পাচার করা হচ্ছিল ২ নাবালক, গ্রেফতার করল RPF
Open in App
হোম
খবর
ফটো
লোকাল