Delhi Blast-Security Check: নজরে প্রতিটি গাড়ি, দিল্লি বিস্ফোরণের পর রাত থেকেই তৎপর জেলা পুলিশ, বারাসত-ব্যারাকপুর-বনগাঁয় নাকা চেকিং 

Last Updated:
দিল্লি বিস্ফোরণের পর রাত থেকেই তৎপর জেলা পুলিশ, নজরে প্রতিটি গাড়ি বারাসাত ব্যারাকপুর ও বনগাঁয় রাতেই করা হল
1/7
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: দিল্লির বিস্ফোরণ আতঙ্কের পরই সতর্কতা জারি জেলাতেও, নড়েচড়ে বসেছে ব্যারাকপুর, বারাসাত ও বনগাঁ পুলিশ জেলা
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: দিল্লির বিস্ফোরণ আতঙ্কের পরই সতর্কতা জারি জেলাতেও, নড়েচড়ে বসেছে ব্যারাকপুর, বারাসাত ও বনগাঁ পুলিশ জেলা
advertisement
2/7
বিস্ফোরণের ভয়াবহতা দেখে কেঁপে উঠেছে গোটা দেশ। ঘটনার পর থেকেই দেশজুড়ে সতর্কতার পাশাপাশি কলকাতাতেও জারি হাই এলার্ট। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলা জুড়েও রাত থেকেই দেখা গেল কড়া নিরাপত্তা
বিস্ফোরণের ভয়াবহতা দেখে কেঁপে উঠেছে গোটা দেশ। ঘটনার পর থেকেই দেশজুড়ে সতর্কতার পাশাপাশি কলকাতাতেও জারি হাই এলার্ট। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলা জুড়েও রাত থেকেই দেখা গেল কড়া নিরাপত্তা
advertisement
3/7
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পাশাপাশি বারাসাত ও বনগাঁ পুলিশ জেলা রাত থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা গুলি ও রাস্তায় নেমে তল্লাশি চালান, করেন নাকা চেকিং ও
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পাশাপাশি বারাসাত ও বনগাঁ পুলিশ জেলা রাত থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা গুলি ও রাস্তায় নেমে তল্লাশি চালান, করেন নাকা চেকিং ও
advertisement
4/7
এদিন রাতে ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ে, ঘোলা, মুড়াগাছা, নিউ বারাকপুর , সোদপুর রোড, সাজিরহাট সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় চলে নাকা চেকিং ও তল্লাশি অভিযান
এদিন রাতে ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ে, ঘোলা, মুড়াগাছা, নিউ বারাকপুর , সোদপুর রোড, সাজিরহাট সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় চলে নাকা চেকিং ও তল্লাশি অভিযান
advertisement
5/7
ঘোলা ও নিউ বারাকপুর থানার বিশাল পুলিশবাহিনী বিভিন্ন মোড়ে নেমে তল্লাশি চালায়। বাইক, প্রাইভেট গাড়ি, ট্রাক- সবকিছুকেই থামিয়ে পরীক্ষা করা হয় কাগজপত্র ও বহন করা মালপত্র। একইসঙ্গে বারাসাত ও সীমান্ত শহর বনগাঁয় বাড়ানো হয়েছে নজরদারি
ঘোলা ও নিউ বারাকপুর থানার বিশাল পুলিশবাহিনী বিভিন্ন মোড়ে নেমে তল্লাশি চালায়। বাইক, প্রাইভেট গাড়ি, ট্রাক- সবকিছুকেই থামিয়ে পরীক্ষা করা হয় কাগজপত্র ও বহন করা মালপত্র।একইসঙ্গে বারাসাত ও সীমান্ত শহর বনগাঁয় বাড়ানো হয়েছে নজরদারি
advertisement
6/7
সীমান্ত এলাকা দিয়ে যাতায়াতকারী গাড়িগুলিকেও কড়া তল্লাশি করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির যাত্রীদের পরিচয়, যাত্রার উদ্দেশ্য ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেই ছাড়া হচ্ছে যানবাহনগুলি
সীমান্ত এলাকা দিয়ে যাতায়াতকারী গাড়িগুলিকেও কড়া তল্লাশি করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির যাত্রীদের পরিচয়, যাত্রার উদ্দেশ্য ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেই ছাড়া হচ্ছে যানবাহনগুলি
advertisement
7/7
পুলিশের এক কর্তা জানান, অতীতে একাধিক নাশকতা বা অপরাধমূলক ঘটনার ক্ষেত্রে গাড়ি ব্যবহার করে পালিয়েছিল দুষ্কৃতীরা। তাই এবার সেই দিকেই বিশেষ নজর রাখা হচ্ছে। সূত্রের খবর, আগামী কয়েকদিন এই নাকা চেকিং অভিযান চলবে, যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি আগেভাগেই রুখে দেওয়া যায়
পুলিশের এক কর্তা জানান, অতীতে একাধিক নাশকতা বা অপরাধমূলক ঘটনার ক্ষেত্রে গাড়ি ব্যবহার করে পালিয়েছিল দুষ্কৃতীরা। তাই এবার সেই দিকেই বিশেষ নজর রাখা হচ্ছে। সূত্রের খবর, আগামী কয়েকদিন এই নাকা চেকিং অভিযান চলবে, যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি আগেভাগেই রুখে দেওয়া যায়
advertisement
advertisement
advertisement