Panchayat Election 2023| Crime|| রাস্তায় বোমাবাজি, মথুরাপুরের কৃষ্ণরামপুরে ছড়াল আতঙ্ক

Last Updated:

Panchayat Election 2023: হঠাৎ রাস্তায় বোমাবাজি। পঞ্চায়েত নির্বাচনের আগে এভাবেই বোমার শব্দে কেঁপে উঠল মথুরাপুরের দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কৃষ্ণরামপুর এলাকা। পরপর তিনটি বোমা ছোঁড়া হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। 

রাস্তায় বোমার চিহ্ন 
রাস্তায় বোমার চিহ্ন 
মথুরাপুর: হঠাৎ রাস্তায় বোমাবাজি। পঞ্চায়েত নির্বাচনের আগে এভাবেই বোমার শব্দে কেঁপে উঠল মথুরাপুরের দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কৃষ্ণরামপুর এলাকা। পরপর তিনটি বোমা ছোঁড়া হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাত একটা নাগাদ পর পর তিনটি বোমা ফাটার শব্দ পাওয়া যায়। সেইসময় এলাকায় একটি কীর্তনের অনুষ্ঠান চলছিল। বোমা ফাটার আওয়াজ পেয়ে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন।
গ্রামের ফাঁকা এলাকায় কার্লভাটের ওপর কে বা কারা ছৌবোমাগুলি ফাটায় বলে অভিযোগ। এলাকায় কিছু চিহ্নও মিলেছে। ঘটনার খবর পেয়ে গ্রামে পুলিশ যায়। স্থানীয়রা এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন‌। হঠাৎ কারা এই ঘটনা ঘটার তা নিয়ে উঠেছে প্রশ্ন।
আরও পড়ুনঃ রেল পথে বন্যপ্রাণীর দেহাংশ পাচারের চেষ্টা রুখতে কড়া উত্তর পূর্ব সীমান্ত রেল, চলছে তল্লাশি
এ নিয়ে মন্দিরবাজারের এসডিপিও বিশ্বজিৎ নস্কর জানিয়েছেন, এরকম একটি অভিযোগ আমরা পেয়েছি। কিন্তু অনুষ্ঠানের জন্য শব্দবাজি না অন্য কিছু ফাটানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
advertisement
advertisement
এ নিয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এলাকাটি মথুরাপুর ও কুলপি থানার প্রান্তিক এলাকা। যেখানে বোমা মারা হয়েছে সেখান থেকে কুলপির ছামনামুনির দূরত্ব প্রায় ৫০০ মিটার। সেখান থেকে সম্প্রতি বোমা উদ্ধার হয়েছিল। আবার নতুন করে এই বোমাবাজির ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Panchayat Election 2023| Crime|| রাস্তায় বোমাবাজি, মথুরাপুরের কৃষ্ণরামপুরে ছড়াল আতঙ্ক
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement