কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি ছিলেন। এ নিয়ে কোনও দ্বিমত নেই। কিন্তু, তিনি বিদ্রোহী কবি কীভাবে হলেন? কেমন করে তিনি গ্রাম চুরুলিয়ার ভিটে বাড়ি থেকে আসানসোলে যাতায়াত করতেন? কারা ছিলেন তাঁর সহযাত্রী? এমনই নানান অজানা তথ্যের সব উত্তর থাকবে ওই সিনেমায়। ইতিমধ্যেই সিনেমা তৈরির কাজ চলছে জোরকদমে বলে দাবি বিশ্ববিদ্যালয়ের। প্রাথমিক পর্যায়ে কবিকে নিয়ে যে সব বিভ্রান্তি ও ভুল তথ্য প্রচার হয়েছে, সেগুলিকে খুঁজে বের করা হচ্ছে। পাশাপাশি তার নানান প্রমাণ সংগ্রহেরও কাজ চলছে। বহু গবেষণার পর কবিকে নিয়ে প্রচুর নতুন নতুন তথ্য সামনে এসেছে।
advertisement
আরও পড়ুন : এমন জিনিসের খোঁজ জানেন কম মানুষ, মিলছে ‘লিমিটেড’ জায়গায়! রাভা, লিম্বুদের পোষাক, গয়না পেলে মিস করবেন না
কবির ‘খেরোর খাতা’ সহ নানা চিঠি ডিজিটালাইজ করার পর উঠে এসেছে এক অজানা, অচেনা নজরুলের কাহিনী। সেই সব তথ্যগুলিকেও প্রমাণ হিসেবে তুলে ধরা হবে সিনেমায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কবির জন্মভিটেকে অর্থাৎ বিশেষভাবে চুরুলিয়াকে গুরুত্ব দিচ্ছে। কবির সৃষ্টির পাশাপাশি তাঁর জীবন যাত্রাকেও তথ্য নির্ভর ও বাস্তবিক চিত্র তুলে তুলে ধরা হবে। বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষক গৌরব চৌধুরী জানান, ‘তিনি রূপকথার স্রষ্টা হলেও তাঁর জীবন মোটেও রূপকথার মত ছিল না। সংসার চালাতে গিয়ে তাঁর মত বিশ্ববরেণ্য কবিকে দরিদ্রতার সঙ্গে প্রতি মুহুর্তে লড়াই চালাতে হয়েছে। আমরা যে সিনেমা করতে চাইছি, ওই সিনেমায় কবির প্রকৃত জীবন কাহিনি তুলে ধরা হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি যে ভাবে সম্প্রীতি ও সাম্যের জয়গান গেয়েছেন, তা বাংলা সাহিত্যে আর ক’জন করেছে! সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরার ভাবনা রয়েছে। পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বিদ্রোহী কবির যে কোনও বৈরিতা ছিল না, একে অপরের প্রতি ভীষণ সম্মান ও ভালবাসা ছিল, তাও তুলে ধরার ভাবনা রয়েছে। শুধু ছবি তৈরি নয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসন্ন বছরের প্রথমেই কবিকে নিয়ে আন্তর্জাতিক সেমিনার করতে চলেছে। কবির যে সব অধ্যায় এখনও চর্চাতেই আসেনি বা কম চর্চা হয়েছে, তা নিয়েই হবে সেমিনার। সেখানে হাজির থাকবেন দেশ-বিদেশের বহুবিশিষ্টজন।বিশ্ববিদ্যালয়ের চত্বরে মধ্যমণি হিসেবে রয়েছে নজরুল সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ।






