TRENDING:

Kaushiki Amavasya 2023 Tarapith: মদ বিক্রিতে ভাঙল রেকর্ড! কৌশিকী অমাবস‍্যায় তারাপীঠে একরাতে বিক্রি কত? শুনলে আঁতকে উঠবেন

Last Updated:

Kaushiki Amavasya 2023 Tarapith: তন্ত্রপীঠ হিসাবেই বিখ‍্যাত তারাপীঠ। সিদ্ধিলাভের আশায় কৌশিকী অমাবস‍্যায় ভিড় করেন ভিনরাজ‍্যের সাধকরাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অক্ষয় ধীবর, তারাপীঠ: মদ বিক্রিতে রেকর্ড! কৌশিকী অমাবস‍্যায় তারাপীঠে একরাতেই বিক্রি প্রায় ৫ কোটি টাকার মদ। কৌশিকী অমাবস‍্যায় তারাপীঠ ভাসল কারণবারিতে। গত কয়েক বছর আগে দু’দিনে বিক্রি হয়েছিল প্রায় পাঁচ কোটি টাকার মদ। এবার একরাতেই বিক্রি প্রায় পাঁচ কোটি টাকার মদ।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

কেউ ভক্তিরসে ভেসে, কেউ সোমরসে ডুবে….রথ দেখা-কলা বেচা দুইয়েই মত্ত ভক্তেরা। বেহুঁশ হয়ে অনেক রাস্তাতেও পড়ে আছেন। কেউ আবার রাস্তায় দাঁড়িয়ে মদ খাচ্ছেন, কেউ বসে। কারও পুজোর থালায়, কারও বা গলায়। তারাপীঠের কৌশিকী অমাবস‍্যায় ভক্তদের মধ‍্যে জয়জয়কার কারণসুধার। এ বারও কৌশিকী অমাবস‍্যায় তারাপীঠে রেকর্ড গড়ল মদ বিক্রি।

advertisement

আরও পড়ুন: মহিলার গোপনাঙ্গে ধাতব শব্দ! বনগাঁর সীমান্তে যা উদ্ধার হল, চক্ষু চড়কগাছ সকলের

তন্ত্রপীঠ হিসাবেই বিখ‍্যাত তারাপীঠ। সিদ্ধিলাভের আশায় কৌশিকী অমাবস‍্যায় ভিড় করেন ভিনরাজ‍্যের সাধকরাও। তারাপীঠে পুজোতেও লাগে কারণসুধা। বেআইনিভাবে মদ বিক্রি রুখতে এবার কড়া নজরদারি চালিয়েছে প্রশাসন। তারপরও রাতভর চলেছে মদ বিক্রি। ক্রেতাদের জন‍্য ছিল উপহারও, কুপুন কেটে ক্রেতাদের কিনতে হল মদ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে মদ কিনতে হল ক্রেতাদের।। মা তারার পুজোয় লক্ষ্মীলাভ হল বিক্রেতাদেরও।

advertisement

আরও পড়ুন: সাধারণ এক বাড়িতে কোটি-কোটি টাকার পাহাড়! কার বাড়ি? জানলে আঁতকে উঠবেন

অতীতেও তারাপীঠে মদ বিক্রি হত বিপুল টাকার। ২০১৬ সালে কৌশিকী অমাবস‍্যায় তারাপীঠে প্রায় তিন কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। ২০১৭ সালে প্রায় ১ কোটি আশি লক্ষ টাকার বিক্রি। ২০১৮-তে দু’রাত অমাবস‍্যা থাকায় বিক্রি হয় ৫ কোটি টাকার মদ। আর এবছর এক রাতেই প্রায় পাঁচ কোটি টাকারও বেশি। এর মধ‍্যে চারটি দোকান থেকেই প্রায় দেড় কোটি টাকার মদ বিক্রি হয়েছে। সরকার অনুমোদিত ১৮টি দোকান আছে তারাপীঠ এলাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পড়শি রাজ‍্য বিহারে মদ ও নিষিদ্ধ। সুরার টানে তারাপীঠে ভিড় করেন ভিনরাজ‍্যের বাসিন্দারাও। তবে এই উল্লাসে আপত্তি রয়েছে মহিলা ভক্তদের। মহিলা ভক্তদের দাবি, একটু নিয়ম শৃঙ্খলা ভাবে কিছু চলা উচিত, প্রশাসনের দেখা উচিত।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kaushiki Amavasya 2023 Tarapith: মদ বিক্রিতে ভাঙল রেকর্ড! কৌশিকী অমাবস‍্যায় তারাপীঠে একরাতে বিক্রি কত? শুনলে আঁতকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল