Cbi Raid: সাধারণ এক বাড়িতে কোটি-কোটি টাকার পাহাড়! কার বাড়ি? জানলে আঁতকে উঠবেন

Last Updated:

Cbi Raid: সিবিআই জানিয়েছে, গ্রেফতার হওয়া ওই অফিসারের নাম কেসি জোশি। তিনি ইন্ডিয়ান রেলওয়ে স্টোরস সার্ভিসের (আইআরএসএস) ১৯৮৮ ব্যাচের কর্মকর্তা।

এই সেই টাকার পাহাড়!
এই সেই টাকার পাহাড়!
গোরক্ষপুর: এবার এক রেল অফিসারের বাড়ি ও অফিস থেকে উদ্ধার হল কোটি কোটি টাকা। সূত্রের খবর, দুর্নীতির অভিযোগে রেলওয়ে-তে কর্মরত এক আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই। অভিযোগ, একাধিক সময়ে সেই টাকা ‘ঘুষ’ হিসাবে নেওয়া হয়েছে। ঘটনাটি উত্তরপ্রদেশের গোরক্ষপুরের।
গ্রেফতার ওই রেল কর্মকর্তা উত্তর প্রদেশের নর্থ ইস্টার্ন রেলওয়ের (এনইআর) গোরক্ষপুর শাখায় প্রধান ম্যাটারিয়াল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গোরক্ষপুর, নয়ডা ও উত্তর প্রদেশের বাড়ি থেকে আড়াই কোটি টাকা উদ্ধার করা হয়েছে।
advertisement
advertisement
সিবিআই জানিয়েছে, গ্রেফতার হওয়া ওই অফিসারের নাম কেসি জোশি। তিনি ইন্ডিয়ান রেলওয়ে স্টোরস সার্ভিসের (আইআরএসএস) ১৯৮৮ ব্যাচের কর্মকর্তা। ৩ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে গ্রেফতার করে সিবিআই।
সিবিআই সূত্রে খবর, সম্প্রতি জোশি রেল মন্ত্রকের ট্রাক সরবরাহকারী এক ফার্মের মালিকের কাছ থেকে ৭ লাখ টাকা দাবি করেন। ওই ব্যক্তির কাছ থেকে ঘুষ নেওয়ার সময় সিবিআই তাঁকে গ্রেফতার করে। এর পর তাঁর বাড়ি ও অফিসে তদন্ত চালাতেই উদ্ধার হয় ‘ঘুষের পাহাড়’। এর পরই তাঁকে গ্রেফতার করা হয় ও ধৃতের বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Cbi Raid: সাধারণ এক বাড়িতে কোটি-কোটি টাকার পাহাড়! কার বাড়ি? জানলে আঁতকে উঠবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement