বেশ কয়েকটি বারোয়ারী পূজো হয় পূর্বস্থলীতে। এছাড়াও বাড়ি বাড়ি কার্তিক পুজো হয় এখানে। যদিও পূর্বস্থলীর ঐতিহ্যবাহী কার্তিক পুজোয় মাত্র কয়েকটি মন্ডপে কার্তিকের মূর্তি পুজো হয়। এছাড়া বাকি মন্ডপে বিভিন্ন দেবদেবীর মুর্তিপুজো হয় এই সময়।
advertisement
এর মধ্যে বৈদিকপাড়ার কৃষ্ণকালী, পুরাতন বাজারের জোড়াবাঘ বিন্দুবাসেনী, অকালবোধন, কৈবত্যপাড়া ধাড়াপাড়া চৌরঙ্গীর মহিষমর্দিনী। পলাশপুলির রামরাবনের লড়াই, গোসাইপাড়ার শিবপার্বতী, চুপি বাগানেপাড়ার গঙ্গামাতা, নাথপাড়ার কৈলাশখন্ড, আদি রেলবাজারের শিবপার্বতী, সন্তোসী মাতা, কাষ্ঠশালীর চেন কার্তিক, বোমকার্তিক, মুক্তকেশী উল্লেখযোগ্যো। তিনদিন ধরে এই সমস্ত জায়গায় চলবে পুজো ।
পূর্বস্থলী সংস্কৃতি সংঘ প্রতিবছর কার্তিক পুজোয় শিব পার্বতীর পুজো করে।এবছরও তারা পুজোয় রেখেছেন থিমের ছোঁয়া। তাদের থিম পরীদের দেশ । শান্তির প্রতীক সাদা। তাই বিশ্ব শান্তির বার্তা দিতে গোটা মন্ডপ শয্যায় সাদা রং ব্যবহার করা হয়েছে । তাই তাদের পুজোর থিম পরীদের দেশ। এরকম একাধিক পুজো কমিটি তাদের পুজোয় থিমের ছোঁয়া রেখেছেন ।
আরও পড়ুন- Murshidabad Bank Robbery: ব্যাঙ্কের ভিতর ঢুকে ভয়াঙ্কর ডাকাতি, এবার পুলিশের জালে মূল দুই পান্ডা
সব মিলিয়ে দুর্গাপূজো, কালী পুজো এই সমস্ত পুজোর পরও কার্তিক পুজোতেও আনন্দে মেতে ওঠে পূর্বস্থলীবাসী। এই সময় আত্মীয়-স্বজনরা আসেন একে অপরের বাড়িতে। প্রতি বছর এই কার্তিক পুজো পূর্বস্থলীতে তিন দিন ধরে উদযাপন করা হয় ।
Malobika Biswas