সেই জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষজনকে। যার ফলে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে, অসুস্থ ব্যক্তি সবার অসুবিধা হচ্ছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দা সুকেশ নস্কর জানিয়েছেন, অসুবিধার কথা সমস্ত জায়গায় জানিয়েও কোনও কাজ হয়নি। দিনের পর দিন অবস্থা আরও বেহাল হয়ে পড়েছে।
advertisement
বাবলু হালদার নামের আরও এক বাসিন্দা জানিয়েছেন, জল জমে আছে গ্রামে। সেই জল পেরিয়ে খাবার জল আনতেও সমস্যা হচ্ছে। এ ব্যাপারে করঞ্জলি গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও কোনও কাজ হয়নি বলে দাবি স্থানীয়দের। সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আরও একাধিক সমস্যা হতে পারে বলে জানিয়েছেন গ্রামবাসীরা।
Nawab Mullick
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2024 3:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: চারদিকে জল থইথই, খাওয়ার জল আনতে গেলে হতে হচ্ছে নাকাল, চরম দুর্ভোগ এই এলাকার বাসিন্দাদের