One Nation, One Election: কেন্দ্রের ছাড়পত্র ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’-এ মোদির গ্রিন সিগন্যালের পর এবার সংসদে পেশ হবে শীতকালীন অধিবেশনে

Last Updated:

One Nation One Election: একই সঙ্গে হবে লোকসভা ও বিধানসভা ভোট - এই বিল নিয়ে বড় পদক্ষেপ মোদি মন্ত্রিসভার

এক রাষ্ট্র এক নির্বাচন বিলে সায় প্রধানমন্ত্রীর- Photo- Representative
এক রাষ্ট্র এক নির্বাচন বিলে সায় প্রধানমন্ত্রীর- Photo- Representative
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভা বুধবার ‘One Nation, One election’ প্রস্তাবে সম্মতি দিয়েছে৷  যার লক্ষ্য লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচনগুলিকে একক তফসিলের সঙ্গে সমন্বিত করা। সূত্রের খবর, সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে ‘ওয়ান নেশন, ওয়ান ভোট’ বিল পেশ হতে পারে।
প্রাক্তন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের নেতৃত্বে একটি উচ্চ-স্তরের প্যানেল প্রস্তাবটি অনুমোদন করার পরে এই বিলটি নিয়ে কাজ হয়েছে। ‘এক রাষ্ট্র, এক নির্বাচন’ ধারণাটি সারা দেশে একযোগে নির্বাচন আয়োজন করা বোঝায়৷ যার অর্থ হল, লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচন একইসঙ্গে অনুষ্ঠিত হবে।
advertisement
advertisement
‘ওয়ান নেশন, ওয়ান ভোট’ ধারণাটি প্রথম প্রস্তাব করা হয়েছিল ১৯৮০-র দশকে। বিচারপতি বিপি জীবন রেড্ডি-র নেতৃত্বাধীন আইন কমিশন ১৯৯৯ সালের মে মাসে তাঁর ১৭০ তম প্রতিবেদনে বলেছিল যে “আমাদের অবশ্যই সেই পরিস্থিতিতে ফিরে যেতে হবে যেখানে লোকসভা এবং সমস্ত বিধানসভার ভোট একবারে অনুষ্ঠিত হয়”।
বাংলা খবর/ খবর/দেশ/
One Nation, One Election: কেন্দ্রের ছাড়পত্র ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’-এ মোদির গ্রিন সিগন্যালের পর এবার সংসদে পেশ হবে শীতকালীন অধিবেশনে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement