আজকে কালীপুজোর রাতে মা তারাকে স্বর্ণালঙ্কারে রাজরাজেশ্বরী বেশে সাজানো হবে। আর এই রাজ রাজেশ্বরী বেশে মা তারাকে দেখার জন্য ইতিমধ্যেই তারাপীঠ দর্শনার্থীদের ভিড় শুরু করেছে।দর্শনার্থীদের জন্য আজকে তারাপীঠে ছোট বড় লজ গুলি ঝকঝক করছে দীপাবলীর আলোর রোশনাই।
তারাপীঠ মন্দির এর পুরোহিত গোলক মহারাজ জানান আজকে মা তারার জন্য বিশেষ ভোগের আয়োজন করা হয়েছে। এরই সঙ্গে ১৫ জন পুরোহিত মোতায়ন করা হয়েছে অতিরিক্ত ভোগ রান্না করার জন্য যাতে তারাপীঠ মন্দিরে আগত সমস্ত দর্শনার্থীরা সামান্য হলেও ভোগ গ্রহণ করতে পারেন।
advertisement
আরও পড়ুন – Team India’s Diwali Celebration: রঙিন পোশাক, খাওয়াদাওয়া, পার্টি, ফূর্তি, উল্লাস, রইল ভাইরাল ভিডিও
অন্যান্য অমাবস্যা তিথির থেকে কালীপুজোর দিন গভীর রাতে সেবায়েতদের মতে নিশিপুজো হয় তারা মায়ের। নিশি পুজোর সময় মা তারাকে স্নান করিয়ে বেনারসী শাড়ির সঙ্গে স্বর্ণালঙ্কারে ভূষিত করা হয়।
আরও পড়ুন – Dakshineswar Kali Puja 2023: সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় দক্ষিণেশ্বর মন্দিরে, কী থাকবে মায়ের ভোগে
তারাময়বাবু ও ধ্রুববাবু জানান, কালীপুজোর দিন মা তারার জন্য দু’বেলা অন্নের ভোগ হয়। অন্নের ভোগে খিচুড়ি, পোলাও, ৫ রকম ভাজা, দু-তিন রকমের তরকারি, মাছ থাকে। একই সঙ্গে মন্দির চত্বরে ছাগ বলিদানের মাংস, পোড়ানো শোল মাছ, চাটনি, পায়েস ও মিষ্টির ভোগ নিবেদন করা হয়। এ ছাড়াও সন্ধ্যারতির সময় লুচি-মিষ্টির ভোগ নিবেদন করা হয়।
সকাল থেকে দর্শনার্থীদের সংখ্যা কম থাকলেও সময় যত এগোবে সন্ধ্যা পেরিয়ে রাত হলেই দর্শনার্থীর সংখ্যা কয়েক গুণ বাড়বে বলে আশাবাদী তারাপীঠ মন্দির কমিটি।
Souvik Roy