এবার কষ্ট করে আর দূরে গিয়ে দেখতে হবে না গুজরাতের বিখ্যাত মন্দির খোদালধাম মন্দির। এবার হাতের কাছেই পেয়ে যাবেন এই মন্দির। অনেকেই আছেন যারা এই মন্দিরটি দেখতে যেতে পারেননি। এবার তাঁদের জন্য সুবর্ণ সুযোগ। সেই মন্দিরে আদলে ফুটিয়ে তোলা হচ্ছে পুজোর মণ্ডপ। রীতিমতো এই পুজোর মণ্ডপ দেখতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে এমনটাই মত উদ্যোক্তাদের।
advertisement
পুজো কমিটির সদস্য রিজু বসাক বলেন, এবারে আমরা গুজরাতের বিখ্যাত মন্দিরের আদলে ফুটিয়ে তুলছি পুজোর মণ্ডপ। অনেকেই টাকা খরচ করে যেতে পারেন না বা অন্যান্য কারণে যেতে পারেন না। তাদের জন্য একটা ভাল সুযোগ থাকছে। আমাদের এখানে থিমের পুজোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্ম করা হয়। তার মধ্যে বস্ত্র বিতরণ থাকে। আগামীতে আরও ভাল কিছু কাজ করার ইচ্ছা রয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বার্নপুর রামবাঁধ ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের এবারে তাদের শ্যামাপুজো ৬৪ তম বছরে পদার্পণ করল। পুজোর বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা। আসানসোলের বার্নপুরে বিগ বাজেটের পুজোর মধ্যে এটি একটি অন্যতম। কাঁথি থেকে সুদক্ষ মিস্ত্রি এনে ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপ। পাশাপাশি আরও একটি জিনিস মণ্ডপে প্রবেশের মাঠে অনেকের নজর কাড়বে। কারণ এখানে থাকছে বেনারসের গঙ্গার ঘাটের দৃশ্য। সবমিলিয়ে এবারের তাদের পুজোর মণ্ডপ সকলের নজর কাড়বে বলে উদ্যোক্তারা আশাবাদী।