TRENDING:

Kali Puja 2025 : দুর্গাপুজোর আগে শুরু প্রস্তুতি, এবার খোদালধাম মন্দিরের থিম বার্নপুরে! প্রবেশ পথে থাকছে আসল চমক

Last Updated:

Kali Puja 2025 : বার্নপুর রামবাঁধ ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের শ্যামাপুজোয় দেখতে পাবেন গুজরাতের বিখ্যাত মন্দির খোদালধাম মন্দির। দুর্গাপুজোর আগে থেকে শুরু হয়েছে কাজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বার্নপুর, আসানসোল, রিন্টু পাঁজা : কৈলাশে সদ্য ফিরে গিয়েছেন মা উমা। এবার আসছেন মা কালি। তবে দুর্গাপুজো চলে গেলেও থিমের বাহারি পুজো লক্ষ্য করা যায় কালি পুজোতেও। কালি পুজোতে থিমের চমক দেখা যায় জেলার বিভিন্ন প্রান্তে। থাকে বিগ বাজেটের পুজো কোথাও থিমের নজরকাড়া পুজো। তার মধ্যে আসানসোলে নজরকাড়া এই পুজোর মণ্ডপ। যা আপনাকে দেখতে যেতেই হবে।
advertisement

এবার কষ্ট করে আর দূরে গিয়ে দেখতে হবে না গুজরাতের বিখ্যাত মন্দির খোদালধাম মন্দির। এবার হাতের কাছেই পেয়ে যাবেন এই মন্দির। অনেকেই আছেন যারা এই মন্দিরটি দেখতে যেতে পারেননি। এবার তাঁদের জন্য সুবর্ণ সুযোগ। সেই মন্দিরে আদলে ফুটিয়ে তোলা হচ্ছে পুজোর মণ্ডপ। রীতিমতো এই পুজোর মণ্ডপ দেখতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে এমনটাই মত উদ্যোক্তাদের।

advertisement

আরও পড়ুন : বিপর্যয় ঘাম ছুটিয়ে দিচ্ছে পুলিশের, ডায়মন্ড হারবারে নজরদারি চালাতে হিমশিম খেতে হচ্ছে! হাজার হাজার টাকার ধাক্কা

পুজো কমিটির সদস্য রিজু বসাক বলেন, এবারে আমরা গুজরাতের বিখ্যাত মন্দিরের আদলে ফুটিয়ে তুলছি পুজোর মণ্ডপ। অনেকেই টাকা খরচ করে যেতে পারেন না বা অন্যান্য কারণে যেতে পারেন না। তাদের জন্য একটা ভাল সুযোগ থাকছে। আমাদের এখানে থিমের পুজোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্ম করা হয়। তার মধ্যে বস্ত্র বিতরণ থাকে। আগামীতে আরও ভাল কিছু কাজ করার ইচ্ছা রয়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখে কাটোয়ার যুবক পেলেন দুর্দান্ত বিজনেস আইডিয়া! জীবনে এল ১৮০ ডিগ্রি মোড়
আরও দেখুন

বার্নপুর রামবাঁধ ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের এবারে তাদের শ্যামাপুজো ৬৪ তম বছরে পদার্পণ করল। পুজোর বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা। আসানসোলের বার্নপুরে বিগ বাজেটের পুজোর মধ্যে এটি একটি অন্যতম। কাঁথি থেকে সুদক্ষ মিস্ত্রি এনে ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপ। পাশাপাশি আরও একটি জিনিস মণ্ডপে প্রবেশের মাঠে অনেকের নজর কাড়বে। কারণ এখানে থাকছে বেনারসের গঙ্গার ঘাটের দৃশ্য। সবমিলিয়ে এবারের তাদের পুজোর মণ্ডপ সকলের নজর কাড়বে বলে উদ্যোক্তারা আশাবাদী।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025 : দুর্গাপুজোর আগে শুরু প্রস্তুতি, এবার খোদালধাম মন্দিরের থিম বার্নপুরে! প্রবেশ পথে থাকছে আসল চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল