TRENDING:

খুদে চ্যাম্পিয়ন! কেরলে বাজিমাত করে আন্তর্জাতিক আসরে নাম কাকদ্বীপের

Last Updated:

সাব জুনিয়র 'এ' বিভাগে বালকদের মধ্যে রূপায়ণ ও বালিকাদের মধ্যে বর্ণিতা প্রথম স্থান অধিকার করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগণা, নবাব মল্লিক: আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় এবার যাবে কাকদ্বীপের খুদে দুই প্রতিযোগী। ওই দুই প্রতিযোগীর নাম রূপায়ণ রাজ ও বর্ণিতা ঘরামি। তাদের প্রতিযোগিতাটি হবে অক্টোবর মাসে। এই খবর জানার পর কাকদ্বীপে বইছে খুশির জোয়ার।
advertisement

কেরলের রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে জাতীয় যোগাসন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল। সেখানে প্রতিটি রাজ্য থেকে সবমিলিয়ে প্রায় ৪০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। সেখানে সাব জুনিয়র ‘এ’ বিভাগে বালকদের মধ্যে রূপায়ণ ও বালিকাদের মধ্যে বর্ণিতা প্রথম স্থান অধিকার করেছে।

আরও পড়ুন : বাংলার সম্মান বাড়ল খড়গপুর আইআইটি’তে! ডিরেক্টরের বাসভবনে বসল বাংলা লেখা ফলক

advertisement

রূপায়ণ কাকদ্বীপের নেতাজি গ্রাম পঞ্চায়েতের শিবনগরের বাসিন্দা। অন্যদিকে বর্ণিতা কাকদ্বীপেরই সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের খিরিশতলায় থাকে। রূপায়ণ প্রথম ও বর্ণিতা চতুর্থ শ্রেণির ছাত্রী। এ সাফল্য নিয়ে তাদের কাকদ্বীপের প্রশিক্ষক অরিন্দম ঘাটা জানিয়েছেন, পড়াশোনার পাশাপাশি দু’জনেই মন দিয়ে যোগাসন অনুশীলন করত। ওদের পরিবারও এক্ষেত্রে খুবই সহযোগিতা করেছে। এই সাফল্য কাকদ্বীপের বাসিন্দাদের জন্য খুশির খবর বলে জানিয়েছেন তিনি।

advertisement

View More

আরও পড়ুন : বাজারে চাহিদা দারুণ, দামও পাওয়া যায় ভাল! তাই বলে রুক্ষ মাটিতেও সম্ভব? আশার আলো দেখাচ্ছে কাশীপুর

দু’জনেই বর্তমানে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। দু’জনেরই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সন্তানদের এই সাফল্যে তাঁরা খুবই খুশি। আর্থিক কিছু প্রতিবন্ধকতা থাকলেও, তাঁরা সন্তানদের জন্য সবরকমভাবে চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

দু’জনেই খুবই প্রতিভাবান। তারা পড়াশোনার পাশাপাশি মন দিয়ে যোগাসন প্রাকটিস করে। তবে এখন একটু বেশি করে অনুশীলন করতে হচ্ছে। আন্তর্জাতিক স্তরে সাফল্য এখন তাদের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যে কঠোর অনুশীলন করছে তারা। একবার এই সাফল্য তাদের হাতে এলে এলাকার অনেকের কাছে তারা রোল মডেল হয়ে উঠবে। আপাতত তাদের মনোযোগ আন্তর্জাতিক প্রতিযোগিতার দিকে। সেজন্য চলছে কঠোর পরিশ্রম।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খুদে চ্যাম্পিয়ন! কেরলে বাজিমাত করে আন্তর্জাতিক আসরে নাম কাকদ্বীপের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল