কেরলের রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে জাতীয় যোগাসন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল। সেখানে প্রতিটি রাজ্য থেকে সবমিলিয়ে প্রায় ৪০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। সেখানে সাব জুনিয়র ‘এ’ বিভাগে বালকদের মধ্যে রূপায়ণ ও বালিকাদের মধ্যে বর্ণিতা প্রথম স্থান অধিকার করেছে।
আরও পড়ুন : বাংলার সম্মান বাড়ল খড়গপুর আইআইটি’তে! ডিরেক্টরের বাসভবনে বসল বাংলা লেখা ফলক
advertisement
রূপায়ণ কাকদ্বীপের নেতাজি গ্রাম পঞ্চায়েতের শিবনগরের বাসিন্দা। অন্যদিকে বর্ণিতা কাকদ্বীপেরই সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের খিরিশতলায় থাকে। রূপায়ণ প্রথম ও বর্ণিতা চতুর্থ শ্রেণির ছাত্রী। এ সাফল্য নিয়ে তাদের কাকদ্বীপের প্রশিক্ষক অরিন্দম ঘাটা জানিয়েছেন, পড়াশোনার পাশাপাশি দু’জনেই মন দিয়ে যোগাসন অনুশীলন করত। ওদের পরিবারও এক্ষেত্রে খুবই সহযোগিতা করেছে। এই সাফল্য কাকদ্বীপের বাসিন্দাদের জন্য খুশির খবর বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : বাজারে চাহিদা দারুণ, দামও পাওয়া যায় ভাল! তাই বলে রুক্ষ মাটিতেও সম্ভব? আশার আলো দেখাচ্ছে কাশীপুর
দু’জনেই বর্তমানে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। দু’জনেরই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সন্তানদের এই সাফল্যে তাঁরা খুবই খুশি। আর্থিক কিছু প্রতিবন্ধকতা থাকলেও, তাঁরা সন্তানদের জন্য সবরকমভাবে চেষ্টা করবেন বলে জানিয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দু’জনেই খুবই প্রতিভাবান। তারা পড়াশোনার পাশাপাশি মন দিয়ে যোগাসন প্রাকটিস করে। তবে এখন একটু বেশি করে অনুশীলন করতে হচ্ছে। আন্তর্জাতিক স্তরে সাফল্য এখন তাদের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যে কঠোর অনুশীলন করছে তারা। একবার এই সাফল্য তাদের হাতে এলে এলাকার অনেকের কাছে তারা রোল মডেল হয়ে উঠবে। আপাতত তাদের মনোযোগ আন্তর্জাতিক প্রতিযোগিতার দিকে। সেজন্য চলছে কঠোর পরিশ্রম।