বাংলার সম্মান বাড়ল খড়গপুর আইআইটি’তে! ডিরেক্টরের বাসভবনে বসল বাংলা লেখা ফলক

Last Updated:

১৮ আগস্ট আইআইটি প্রতিষ্ঠা দিবসে যে ফলক উন্মোচন হয়েছে, সেখানেও বাংলা ভাষায় লেখা।

ডিরেক্টরের বাসভবনে বাংলায় লেখা ফলক।
ডিরেক্টরের বাসভবনে বাংলায় লেখা ফলক।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর. শঙ্কর রাই: বাংলা ভাষা ব্যবহার করলে ভিনরাজ্যে নেমে আসছে আক্রমণ। বাংলাদেশী তকমাও জুটছে। বিগত কয়েকদিনে এমন ঘটনা বেশ কয়েকবার সামনে এসেছে। তারমধ্যে উঠে এল অন্য ছবি। দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টরের বাংলোর বাইরে বসল বাংলায় লেখা ফলক। শপথগ্রহণ হল বাংলাতেই।
আইআইটির মত শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রথমবার আইআইটি ডিরেক্টর সুমন চক্রবর্তীর বাংলোয় বসল বাংলা লেখা ফলক। শুধু তাই নয়, ১৫ আগস্টে নিজের ভাষণে আইআইটির ইতিহাসে এই প্রথম শপথ পাঠ করলেন বাংলা ভাষায়। ১৮ আগস্ট আইআইটি প্রতিষ্ঠা দিবসে যে ফলক উন্মোচন হয়েছে, সেখানেও বাংলা ভাষায় লেখা। সবমিলিয়ে বাংলা ভাষাকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা স্পষ্ট।
advertisement
advertisement
এই বিষয়ে আইআইটি ডিরেক্টর সুমন চক্রবর্তী জানিয়েছেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা বা ইংরেজি ভাষাতে লেখা রয়েছে। কিন্তু আমাদের এই আইআইটিতে নিচু শ্রেণীর মানুষ কিছু কাজ করতে আসেন। তারা ইংরেজি বা হিন্দি বুঝেতে ততটা দক্ষ নন। তাদের বোঝার জন্য বাংলায় ফলকগুলি বসানো হয়েছে। শুধু তাই নয়, এই আইআইটি’তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাঙালি ছাত্র-ছাত্রীরাও রয়েছেন। তাঁদের কথায় মাথায় রেখে বাংলায় ফলক বসানো বা ভাষণ দেওয়ার পদক্ষেপ।
advertisement
বাংলা ও বাঙালি নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড়। তখন আইআইটির মতো শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রথম কোনও বাঙালি ডিরেক্টর এসে বাংলাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। যা দেখে অবাক গোটা আইআইটির অধ্যাপকরাও। তবে জাতীয় মানের এই শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ভাষাকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, তা বাঙালিকে যে আরও আবেগঘন করে তুলবে, তা বলার অপেক্ষা রাখে না।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাংলার সম্মান বাড়ল খড়গপুর আইআইটি’তে! ডিরেক্টরের বাসভবনে বসল বাংলা লেখা ফলক
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement