জানা যায় রাজনগর গ্রামে পাপিয়া দাস (ঠাকুর)-র বাড়িতে চুরি হয়। বেশ কিছু রুপোর জিনিস চুরি হয় এমনই অভিযোগ পাপিয়া দাস (ঠাকুরের)। পুলিশ তদন্তে নেমে জানতে পারে চোর অন্য কেউ নয় পাপিয়া দাস ঠাকুরের ভাইপো জিৎ দাস ঠাকুর।
advertisement
কাকার বাড়িতে ভাইপোর দুষ্কৃতী
আরও পড়ুন – NH10: গত তিন ধরে বন্ধ রয়েছে জাতীয় সড়ক, কখন খুলবে, চালু হবে যান চলাচল, রইল আপডেট
শুধু চুরি নয়, চুরির পরে বাড়ির আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয় তারপরে পালিয়ে যায় জিৎ দাস ঠাকুর। ঘটনার অভিযোগ জানান হয় দাসপুর থানায়, ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে দাসপুর থানার পুলিশ আজ ভোররাতে জিৎ দাস ঠাকুরকে গ্রেফতার করে দাসপুর থানার পুলিশ ।
এদিন ঘাটাল মহকুমা আদালতে তোলা হয় জিৎ দাস ঠাকুরকে। কাকার ঘরে ভাইপো চুরি এতেই অবাক গ্রামবাসী থেকে শুরু করে এলাকার মানুষজন। নিজের বাড়িতে নিজেই চোর এই স্ট্যাইলে চুরি ঘটনায় থ বনে যায় সকলে। এখন দেখার পুলিশের তদন্তে কী উঠে আসে। এলাকার সাধারণ মানুষ থেকে পরিবারের লোকের দাবি, অপরাধী যেন শাস্তি পায়, গ্রামের মধ্যে এরকম ঘটনা মেনে নিতে পারছে না কেউ।
Mijanur Rahaman