শুক্রবার রাজ্যের এই হেভিওয়েট রাজনীতিবিদের ৬৭ তম জন্মদিন। তবে জেলে থাকায় স্বাভাবিকভাবেই জ্যোতিপ্রিয় মল্লিক এদিন কোনও অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। আর তাই বালুকে ছাড়াই এদিন জন্মদিন সেলিব্রেশন হল হাবড়ায়। স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা হাবড়া পুরসভার বিবেকানন্দ ভবনের ভবঘুরেদের পাবদা মাছ, কাতলা মাছ, মিষ্টি দই খাইয়ে প্রিয় নেতার জন্মদিন পালন করেন। ৫৫ জন ভবঘুরে বৃদ্ধ-বৃদ্ধা এদিন পাত পেড়ে খান। তবে এবার আর কেক কাটা হল না জন্মদিন উদযাপনে।
advertisement
আরও পড়ুন: শান্তিপুরের রাস শোভাযাত্রা কোন পথে? জানুন সবটা
এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হাবড়ার পুরপ্রধান নারায়ণচন্দ্র সাহা সহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা। প্রতিবছর মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জন্মদিনে এই ভবঘুরেদের আবাসনে কেক কেটে খাওয়া দাওয়ার পাশাপাশি নতুন বস্ত্রসহ শীতবস্ত্র দান করে জন্মদিন উদযাপন করতেন মন্ত্রী। এদিকে জেলে থাকা মন্ত্রীর এভাবে জন্মদিন উদযাপন নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। যদিও সে সবে কান দিতে রাজি নয় তাঁর অনুগামীরা।
রুদ্রনারায়ণ রায়