মুর্শিদাবাদ জেলার অন্যতম অর্থকারী তন্তু জাতীয় ফসল হল পাট। জেলার বৃহৎ অংশে পাট চাষ হয়ে থাকে। একাধিক চাষি নির্ভর করেন পাট চাষের উপর। পাট চাষে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে জল। কিন্তু শ্রাবণ মাস পড়ে গেলেও ভারী বর্ষণ না হওয়ার কারণে চরম দুর্ভোগে পড়েছেন মুর্শিদাবাদ জেলার পাট চাষিরা।
আরও পড়ুন: হেলমেট না পরেই বাইক নিয়ে গতির ঝড়, নরেন্দ্রপুরের দুই যুবকের মৃত্যু
advertisement
মুর্শিদাবাদের ডোমকল থেকে বহরমপুর, জঙ্গিপুর মহকুমা এমনকি হরিহরপাড়া এলাকায় পাট চাষ করে থাকেন চাষিরা। জলঙ্গি থেকে হরিহরপাড়া ব্লক সর্বত্রই অবস্থা একই। হোসেনপুর, দস্তুরপাড়া, শ্রীহরিপুর, চোঁয়া, ট্যাংরামারি সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার বিঘা জমিতে পাট চাষ করা হয়। কিন্তু বৃষ্টি না তেমন না হওয়ায় চরম সঙ্কটে পাট চাষিরা। সারাদিনে তিন-চারবার করে জমিতে সেচ দিয়েও গাছ বাঁচানো সম্ভব হচ্ছে না বলে আক্ষেপের সুরে জানান তাঁরা।
বৃষ্টির না দেখা মেলায় কার্যত জমিতে শুকিয়ে যাচ্ছে সমস্ত পাটগাছ। এমনিতে এই সার ও কীটনাশকের দাম অনেকটা বেড়েছে। তার উপর বৃষ্টির অভাবে নিয়মিত জল কিনে সেচের ব্যবস্থা করতে হওয়ায় আর্থিকভাবে সমস্যায় পড়েছেন চাষিরা। এর ফলে পাট চাষের খরচ অনেক বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত চাষ করেও লাভ হবে কিনা তা নিয়ে আশঙ্কায় ভুগছেন চাষিরা।
কৌশিক অধিকারী