Bike Accident: হেলমেট না পরেই বাইক নিয়ে গতির ঝড়, নরেন্দ্রপুরের দুই যুবকের মৃত্যু
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Bike Accident: বেপরোয়াভাবে বাইক চালিয়ে যাওয়ার সময় মোহন বাটার সামনে একটি কালী মন্দিরের পাঁচিলে সজোরে ধাক্কা মারে বাইকটি। বাইক থেকে ছিটকে পড়ে যায় চালক ও পিছনে বসে থাকা আরোহী
দক্ষিণ ২৪ পরগনার: হেলমেট না পরেই বেপরোয়া বাইক চালানোর মর্মান্তিক পরিণতি। নরেন্দ্রপুরে মৃত্যু হল দুই যুবকের। মঙ্গলবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। মৃত দুই যুবকের নাম বিশাল মাহাত ও কুষাণ মণ্ডল। দু’জনেরই বয়স ১৮ বছর।
মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার কালিবাজার সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে খবর, বেপরোয়াভাবে বাইক চালিয়ে যাওয়ার সময় মোহন বাটার সামনে একটি কালী মন্দিরের পাঁচিলে সজোরে ধাক্কা মারে বাইকটি। বাইক থেকে ছিটকে পড়ে যায় চালক সহ আরও একজন। গুরুতর আহত হয় দুজনই। তাঁদেরকে দ্রুত এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
জানা গিয়েছে, মৃত দুই যুবকের কারোর মাথায় হেলমেট ছিল না। এই ঘটনার পর ঘটনাস্থল থেকে বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। তবে কীভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। এই প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী জানান, ওরা যেভাবে বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিল তাতে যে কোনও সময় দুর্ঘটনা ঘটবে বলে মনে হচ্ছিল। চোখের সামনে এই ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়ি। তিনি জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ওই দুই যুবককে উদ্ধার করে। যদিও শেষ রক্ষা হয়নি।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 31, 2024 1:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bike Accident: হেলমেট না পরেই বাইক নিয়ে গতির ঝড়, নরেন্দ্রপুরের দুই যুবকের মৃত্যু