মাত্র ২০ বছর বয়স থেকে অক্ষয় ভগতের সাইকেলে করে বিশ্ব ভ্রমণের পথ চলা শুরু। ২০২৪ সালের ২০ শে নভেম্বর পুরুলিয়া থেকে সাইকেলে করে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে এ-বছর তার যাত্রা শুরু। রাশিয়ার জার্নিতে বেশিরভাগ সময় পেট্রোল পাম্পে, পুলিশ স্টেশন রাত্রিযাপন করছেন তিনি। এছাড়াও অনেক সহৃদয় ব্যক্তি তাকে জায়গাও দিয়েছেন। পুরুলিয়া থেকে রাশিয়া সেখান থেকে আফগানিস্তান হয়ে নিজের ভূমিতে ফিরেছেন অক্ষয়। নানা অভিজ্ঞতা উপলব্ধি হয়েছে তার এই যাত্রাপথে। এ বিষয় তিনি বলেন , খুব সুন্দর ছিল তার এই যাত্রা। রাশিয়ায় তিনি ৩০ দিন ছিলেন। দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে তার।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
রাশিয়া ভ্রমণের পরেই তার ইচ্ছা হয় তালিবান শাসন দেখার আর সেই ইচ্ছা আর মনের সাহস নিয়েই অক্ষয় পৌঁছে যায় আফগানিস্তানে। সেখানেও মানুষের যথেষ্ট ভালোবাসা পেয়েছেন তিনি। অক্ষয়ের এই কর্মকাণ্ডে গর্বিত জেলার মানুষজন। তাই সকলেই নিজের ভূমিতে ফিরতেই। তাকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন। এ বিষয়ে পুরুলিয়া শহরের বাসিন্দা অর্ণব অধিকারী বলেন, গ্রামের ছেলে হয়েও যে এত বড় কাজ করে দেখিয়েছে অক্ষয়কে নিয়ে তার গর্ববোধ হচ্ছে। গোটা জেলার গর্ব সে।
আরও পড়ুনDurga Puja 2025: অভিনবত্বের ছোঁয়া, প্রতিমায় রং নয়, বাঁশের পাতা নিয়ে দুর্গা তৈরি চলছে রঘুনাথগঞ্জে
পুরুলিয়া থেকে সুদূর রাশিয়া। অক্ষয়ের এই জার্নির কথা কারুর কাছেই অজানা ছিল না তাই দেশে-বিদেশের সর্বত্র সকলের ভালবাসা স্নেহ পেয়েছেন তিনি। বিদেশের মাটিতে পুরুলিয়া নাম উজ্জ্বল করেছে অক্ষয় ভগৎ। প্রান্তিক জেলাতে থেকেও যে এত বড় স্বপ্ন দেখা যায় তা তিনি দেখিয়ে দিয়েছেন।
শর্মিষ্ঠা ব্যানার্জি