Durga Puja 2025: অভিনবত্বের ছোঁয়া, প্রতিমায় রং নয়, বাঁশের পাতা নিয়ে দুর্গা তৈরি চলছে রঘুনাথগঞ্জে 

Last Updated:

মৃৎশিল্পী অনন্ত সরকার জানান, ২০০৬ সাল থেকে মূর্তি তৈরির সঙ্গে যুক্ত আছি। প্রত্যেক বছরই কিছু না কিছু চমক দেওয়ার চেষ্টা করি মুর্শিদাবাদ বাসিকে। বিগত কয়েক বছরে ধানের তৈরি প্রতিমা,  শালপাতা দিয়ে তৈরি প্রতিমা, কাজু কিসমিস দিয়ে তৈরি প্রতিমা, পাটের তৈরি প্রতিমায় তৈরি করেছি।

+
বাঁশের

বাঁশের পাতা নিয়ে দুর্গা তৈরি চলছে রঘুনাথগঞ্জে

রঘুনাথগঞ্জ: দুর্গাপুজোতে থিমের চমক দিতে তৈরি বিভিন্ন পুজো মণ্ডপ। কোথাও মণ্ডপসজ্জা কোথাও আবার প্রতিমাতে থাকে চমক। পরিবেশ দূষণ রোধের বার্তা দিতে এবার বাঁশ পাতা দিয়ে তৈরি চলছে প্রতিমার কাজ।
রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের তক্ষক গ্রামের বাসিন্দা অনন্ত সরকার দীর্ঘ ১১ বছর ধরেই মৃৎশিল্পীর কাজ করেন। প্রত্যেক বছরই দুর্গাপুজোর সময় দুর্গামূর্তিতে অভিনব কিছু তুলে ধরার চেষ্টা করেন। সেই রকম এই বছর ও বাঁশের পাতা দিয়েই মা দুর্গার মূর্তি তৈরি করছেন তিনি। কোন কৃত্রিম রং ছাড়া শুকনো বাঁশের পাতা দিয়েই অভিনবত্ব ফুটিয়ে তোলার চেষ্টা করছেন এই বছরের শারদীয়া উৎসবে। সাজের মধ্যেও থাকবে বাঁশপাতা এবং বাঁশের খোলসের ছাপ। বাঁশ পাতা দিয়ে ঠাকুর তৈরির উদ্দেশ্য একটাই যাতে কোনরকম পরিবেশ দূষণ না হয় তার তৈরি মূর্তিতে। রঘুনাথগঞ্জের সম্মতিনগরে বাঁশের পাতা দিয়ে তৈরি মা দুর্গার মূর্তি পূজিত হবে।
advertisement
advertisement
মৃৎশিল্পী অনন্ত সরকার জানান, ২০০৬ সাল থেকে মূর্তি তৈরির সঙ্গে যুক্ত আছি। প্রত্যেক বছরই কিছু না কিছু চমক দেওয়ার চেষ্টা করি মুর্শিদাবাদ বাসিকে। বিগত কয়েক বছরে ধানের তৈরি প্রতিমা,  শালপাতা দিয়ে তৈরি প্রতিমা, কাজু কিসমিস দিয়ে তৈরি প্রতিমা, পাটের তৈরি প্রতিমায় তৈরি করেছি। এ বছরও অভিনবত্ব রাখার উদ্দেশ্যেই বাঁশ পাতা দিয়েই দুর্গা প্রতিমা তৈরির কাজের সুযোগ পেয়েছি। তাই এই প্রতিমা তৈরির কাজ শুরু করেছি অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে। কারণ অন্যান্য বছরের থেকে এ বছর প্রবল বর্ষণ কাজেই চরম সমস্যায় পড়তে হচ্ছে কাজ করতে বসে।
advertisement
বাঁশের পাতা না শুকালে সেটি কাজের জন্য ব্যবহার করতে পারব না। যতবারই শোকানোর জন্য রোদে দিচ্ছি ততবারই বৃষ্টিতে ভিজে যাচ্ছে কাজেই খুব অসুবিধাই হচ্ছে। তবে মা দুর্গার আশীর্বাদে অবশ্যই সফল হব। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারব। এবছরও মানুষের কাছে অভিনবত্ব তুলে ধরার আপ্রাণ চেষ্টা করব।
তন্ময় মণ্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: অভিনবত্বের ছোঁয়া, প্রতিমায় রং নয়, বাঁশের পাতা নিয়ে দুর্গা তৈরি চলছে রঘুনাথগঞ্জে 
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement