ঝাড়গ্রাম জেলায় অন্যতম শিল্প হল পর্যটন শিল্প। বছরের পর বছর চাঙ্গা হচ্ছে পর্যটন ব্যবসা। দিন-দিন বাড়ছে হোটেল, হোমস্টে, রিসর্টের ব্যবসা। সেখানে তৈরি হচ্ছে কর্মসংস্থান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যটন কেন্দ্রগুলি ঢেলে সাজিয়েছেন। গত কয়েক বছরে জেলায় পর্যটকদের আনাগোনা বেড়েছে।
আরও পড়ুনঃ খালি পেটে শুধুই একটি ‘পাতা’! কোষ্ঠকাঠিন্যের মহৌষধ! মোমের মতো গলে মেদ…প্রেশার-সুগারেও দুর্দান্ত
advertisement
মঙ্গলবার ঝাড়গ্রাম জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে পর্যটন শিল্পে চাকরির জন্য ‘জব ড্রাইভ’-এর আয়োজন করা হয়। জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের অফিসে প্রায় ৬৫ জন যুবক-যুবতীরা আসেন। বিভিন্ন হোটেল ও হোমস্টের মালিকরা সরাসারি তাঁদের ইন্টারভিউ নেন। ম্যানেজার, হাউসকিপিং, রাঁধুনি-সহ বিভিন্ন পদের জন্য ইন্টারভিউ হয়। ইন্টারভিউ শেষে তাঁদের নিয়োগ করা হয়।
ঝাড়গ্রাম জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উপ অধিকর্তা অরুনাভ দত্ত বলেন, “গত ডিসেম্বর থেকে নানা জব ড্রাইভ হলেও জেলার ছেলে মেয়েরা জেলায় কাজের জন্য জব ড্রাইভ প্রথম হল। জেলার পর্যটন শিল্পে যুক্ত হবেন। একাধিক হোটেল, হোমস্টে ও রিসর্টের মালিকরা এসে বিভিন্ন পদে বাছাই করে নিয়েছেন। পর্যটন শিল্পের আরও প্রসার ঘটবে”। বর্তমান বাজারে যেখানে যুবক যুবতীরা সরকারি থেকে বেসরকারি চাকরির জন্য বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছেন সেই জায়গায় ঝাড়গ্রাম জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জঙ্গলমহলবাসী।
বুদ্ধদেব বেরা