Digha Jagannath Temple: কবে খুলছে দিঘার জগন্নাথ মন্দির? পর্যটকদের জন্য সুখবর, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই শুরু আরও এক বিরাট কর্মযজ্ঞ
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha Jagannath Temple: দিঘা আসা পর্যটকদের জন্য আরও একটি সুখবর। মুখ্যমন্ত্রীর ঘোষণা মত শুরু হয়েছে এই কাজ। দ্রুতই এই কাজ শেষ হবে বলে জানা যায়।
*দিঘা আসা পর্যটকদের জন্য আরও একটি সুখবর। মুখ্যমন্ত্রীর ঘোষণা মত শুরু হয়েছে এই কাজ। দ্রুতই এই কাজ শেষ হবে বলে জানা যায়। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা আগামী দিনে শুধু সমুদ্রকেন্দ্রিক পর্যটনকেন্দ্র নয়, বরং বদলে যাবে ধর্মীয় স্থান হিসেবে। যার অন্যতম কারণ দিঘায় প্রায় নির্মাণ কার্য শেষ হতে চলা জগন্নাথ মন্দির। প্রতিবেদনঃ সৈকত শী।
advertisement
*দিঘা জগন্নাথ মন্দির রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রজেক্ট। সম্প্রতি ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় এসে ঘোষণা করেছেন অক্ষয় তৃতীয়ার দিন এই জগন্নাথ মন্দির উদ্বোধন হবে। তার আগে বাকি কাজগুলো সেদিন নিতে চায় প্রশাসন। সেইমতো নতুন দুটি স্নান ঘাট নির্মাণের কাজ চলছে।
advertisement
advertisement
*আগামী অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে মন্দির উদ্বোধনের ঘোষণা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরকে ঘিরে চৈতন্যদ্বার নির্মানের কথাও ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী। সেই দ্বার নির্মানের কাজ চলছে। তারই মাঝে এবার ওল্ড দিঘার শেষ সীমানায় দুটি ঘাট তৈরি করছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ সূত্রে জানা যায় এই দুটি ঘাট নির্মাণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে দু'মাস।
advertisement
*দিঘায় নতুন করে দুটি স্নানের ঘাট নির্মাণ প্রসঙ্গে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক অপূর্বকুমার বিশ্বাস জানান, "মন্দিরে পুজো দেওয়ার আগে অনেকেই স্নান করে তার পরে মন্দিরে প্রবেশ করেন। সেই সমস্ত পূর্ণার্থীদের কথা মাথায় রেখে প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে পুরানো জগন্নাথ মন্দিরের নিকট এবং নতুন জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তায় মোটি দুটি সমুদ্র স্নানের ঘাট নির্মাণকরা হচ্ছে। ঘাটগুলি নির্মান হলে আগত পর্যটকদের সমুদ্র স্নানের অনেকটাই সুবিধে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই এই ঘাট দুটি নির্মাণ চলছে।"
advertisement
advertisement
advertisement