যুব সমাজের কথা মাথায় রেখেই মিলছে বিভিন্ন বেসরকারি সেক্টরে চাকরির সুযোগ। সৌজন্যে কর্মবিনিয়োগ কেন্দ্র। মুর্শিদাবাদ জেলার কান্দি কর্ম বিনিয়োগ কেন্দ্র আয়োজন করেছে জব ফেয়ারের। বর্তমানে দৈনন্দিন চলছে এই জব ফেয়ার কর্মসূচি। কর্মবিনিয়োগ কেন্দ্রের অধীনে বিভিন্ন সময়ে উচ্চ মাধ্যমিক ও কলেজ সম্পন্ন করেই চাকরির আশায় নাম নথিভুক্ত করা হয়। তাই তাদের কথা মাথায় রেখে ট্রেনিং সেন্টারে চাকরির ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জানা গিয়েছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কলের বদলে সমস্ত সরকারি চাকরিতেই প্রতিযোগিতামূলক পরীক্ষা বর্তমানে বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে, এর সঙ্গে সমঞ্জস্য রেখেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে চালু হয়েছে একগুচ্ছ নতুন সুযোগ সুবিধা। যেমন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য চালু হয়েছে বিনামূল্যে বিশেষ প্রশিক্ষণ তেমনই কেরিয়ার টক প্রোগ্রামের মাধ্যমে তরুণ প্রজন্মকে কেরিয়ারের বিষয়ে নতুন দিশা দেখানো।
advertisement
আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তের এখান দিয়েই ঢুকছিল অনুপ্রবেশকারীরা! জানতে পেরেই যা করল বিএসএফ…
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বেসরকারি ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনাকে মাথায় রেখে বিভিন্ন প্রাইভেট সংস্থার মাধ্যমে কখনও কখনও জব ড্রাইভের মত প্রোগ্রাম আয়োজন করা হয়। এর মাধ্যমে কর্মপ্রার্থীদের সঙ্গে সংস্থার সেতুবন্ধন করছে রাজ্য সরকারের এই দফতর। বেসরকারি অনেক সংস্থায় ‘ওয়াক ইন ইন্টারভিউ’তে ডাক পাচ্ছেন অগণিত যুবক-যুবতি।
কান্দি মহকুমা কর্মবিনিয়োগ কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর মহম্মদ সাব্বির আহমেদ জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা পিছিয়ে পড়া এক মহকুমা। যুবক যুবতিরা তারা এসে ইন্টারভিউ দিয়েই মিলছে এই কাজের সুযোগ। কাজ করতে পারলেই ভাল বেতন মিলছে।
কৌশিক অধিকারী





