গোপন সূত্রে খবর পেয়ে আজ দুপুরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের জলঙ্গি থানার দক্ষিণ ঘোষপাড়া মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায় জলঙ্গি থানার পুলিশ। ওই এলাকায় অভিযান চালানোর সময় এক যুবককে সন্দেহভাজন আটক করে তার কাছে তল্লাশি চালিয়ে দুটি সোনার বিস্কুট উদ্ধার হয়। যার ওজন ২৫০ গ্রামের উপরে। আনুমানিক বাজার মূল্য ৩৩ লক্ষ টাকা। তারপরেই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত যুবকের নাম সাকলিম আহমেদ। তার বাড়ি জলঙ্গীর মুরাদপুর এলাকায়। জানা যায়, ওই যুবক বাংলাদেশের দিক থেকে সোনা নিয়ে এসে মুর্শিদাবাদে বিক্রি করার চেষ্টা করছিল। পাচারের আগেই তাকে গ্রেফতার করা হয়।
ডোমকল এসডিপিও আইপিএস শুভম বাজাজ জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গীর দক্ষিণ ঘোষপাড়া মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায় জলঙ্গি থানার পুলিশ টিম। সোনার বিস্কুট বাংলাদেশ থেকে নিয়ে মুর্শিদাবাদে পাচার করার আগেই এক পাচারকারীকে গ্রেফতার করা হয় বলে জানান।
আরও পড়ুন- উৎসবের মরশুমে মদ বিক্রিতে রেকর্ড গড়ল বাংলার এই জেলা! কোন জেলা জানেন?
ধৃত পাচারকারীকে আগামীকাল বিচারকের কাছে পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশ। কিভাবে বাংলাদেশ থেকে সোনার বিস্কুট মুর্শিদাবাদের নিয়ে আসা হয়েছিল এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে জলঙ্গী থানার পুলিশ।






