TRENDING:

Job: সুখবর! বিশেষভাবে সক্ষমদের জন্য এবার কাজের সুযোগ, বিরাট আয়োজন 'এই' জেলায়

Last Updated:

Job: কাজের প্রতি তাঁর অদম্য আগ্রহ কিন্তু মুখে প্রকাশ করতে পারেন না তারা। কিন্তু কাজের দাবি ছিল দীর্ঘদনের। কেউ মূক ও বধির। কেউ হুইল চেয়ার নিয়ে হাজির হলেন চাকরির আশায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: কাজের প্রতি তাঁর অদম্য আগ্রহ কিন্তু মুখে প্রকাশ করতে পারেন না তারা। কিন্তু কাজের দাবি ছিল দীর্ঘদনের। কেউ মূক ও বধির। কেউ হুইল চেয়ার নিয়ে হাজির হলেন চাকরির আশায়। যদিও তাঁদের মতো আরও অনেককে চাকরির সুযোগ দিতে বিশেষ ভাবে সক্ষমদের কর্মসংস্থানের লক্ষ্যে এবার হল জব ফেয়ার।
advertisement

বিভিন্ন পরিকাঠামো অপ্রতুল থাকায় সরকারি, বেসরকারি সর্বত্র কর্মসংস্থান সঙ্কুচিত হচ্ছে। ফলে, হাজার হাজার বিশেষভাবে সক্ষমরা বছরের পর বছর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করলেও ডাক পাচ্ছিলেন না বলেই অভিযোগ ছিল বিশেষ ভাবে সক্ষমদের। তবে এবার কর্ম বিনিয়োগ কেন্দ্রে বিশেষভাবে সক্ষম যুবক যুবতীদের জব ড্রাইভের মধ্যে দিয়ে মিলছে কাজের সুযোগ কান্দিতে।

আরও পড়ুন-লাফিয়ে বাড়বে শুক্রাণুর সংখ্যা, ঝিমিয়ে পড়া পুরুষত্ব জেগে উঠবে ৭ দিনে, পুরুষদের ‘রামবাণ’ এই ফল, এভাবে খেলেই যৌবন-স্ট্যামিনা চাঙ্গা!

advertisement

জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে প্রায় ১০০ জন বিশেষভাবে সক্ষমদেরকে এই চাকরির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নেওয়া হল ইন্টারভিউ প্রক্রিয়া।  কর্মবিনিয়োগ কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর সাবির আহমেদ জানান, বিভিন্ন ট্রেড বডি বা অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলো বিশেষভাবে সক্ষমদের চাকরি মেলায় অংশ নিচ্ছে।

আরও পড়ুন-বর আসার সঙ্গে সঙ্গেই চিৎকার, অঝোরে কান্না শুরু কনের, তারপরই ঘটে গেল…, বিয়ের আসরে মুহূর্তে সব শেষ!

advertisement

দেশে তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো সাধারণত বিশেষভাবে সক্ষমদের ব্যক্তিদের চাকরির ব্যবস্থা করে থাকে। বর্তমান দিনে বিশেষ ভাবে সক্ষম তাদের কথা মাথায় রেখেই বেসরকারি উদ্যোগে এই চাকরির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রথমে মৌখিক পরীক্ষা পরে ট্রেনিং দিয়ে পারদর্শী গড়ে তুলে দেওয়া হবে চাকরি। ফলে নিজেরা যেমন কাজের সঙ্গে যুক্ত হবেন ঠিক তেমনই আর কারোর উপর ভরসা করে নিজের জীবন জীবিকা চালাতে হবে না। নিজের পায়ে সাবলম্বী হবেন তারাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কৌশিক অধিকারী 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Job: সুখবর! বিশেষভাবে সক্ষমদের জন্য এবার কাজের সুযোগ, বিরাট আয়োজন 'এই' জেলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল