বিভিন্ন পরিকাঠামো অপ্রতুল থাকায় সরকারি, বেসরকারি সর্বত্র কর্মসংস্থান সঙ্কুচিত হচ্ছে। ফলে, হাজার হাজার বিশেষভাবে সক্ষমরা বছরের পর বছর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করলেও ডাক পাচ্ছিলেন না বলেই অভিযোগ ছিল বিশেষ ভাবে সক্ষমদের। তবে এবার কর্ম বিনিয়োগ কেন্দ্রে বিশেষভাবে সক্ষম যুবক যুবতীদের জব ড্রাইভের মধ্যে দিয়ে মিলছে কাজের সুযোগ কান্দিতে।
আরও পড়ুন-লাফিয়ে বাড়বে শুক্রাণুর সংখ্যা, ঝিমিয়ে পড়া পুরুষত্ব জেগে উঠবে ৭ দিনে, পুরুষদের ‘রামবাণ’ এই ফল, এভাবে খেলেই যৌবন-স্ট্যামিনা চাঙ্গা!
advertisement
জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে প্রায় ১০০ জন বিশেষভাবে সক্ষমদেরকে এই চাকরির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নেওয়া হল ইন্টারভিউ প্রক্রিয়া। কর্মবিনিয়োগ কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর সাবির আহমেদ জানান, বিভিন্ন ট্রেড বডি বা অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলো বিশেষভাবে সক্ষমদের চাকরি মেলায় অংশ নিচ্ছে।
আরও পড়ুন-বর আসার সঙ্গে সঙ্গেই চিৎকার, অঝোরে কান্না শুরু কনের, তারপরই ঘটে গেল…, বিয়ের আসরে মুহূর্তে সব শেষ!
দেশে তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো সাধারণত বিশেষভাবে সক্ষমদের ব্যক্তিদের চাকরির ব্যবস্থা করে থাকে। বর্তমান দিনে বিশেষ ভাবে সক্ষম তাদের কথা মাথায় রেখেই বেসরকারি উদ্যোগে এই চাকরির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রথমে মৌখিক পরীক্ষা পরে ট্রেনিং দিয়ে পারদর্শী গড়ে তুলে দেওয়া হবে চাকরি। ফলে নিজেরা যেমন কাজের সঙ্গে যুক্ত হবেন ঠিক তেমনই আর কারোর উপর ভরসা করে নিজের জীবন জীবিকা চালাতে হবে না। নিজের পায়ে সাবলম্বী হবেন তারাও।
কৌশিক অধিকারী